Rahul Dravid: ‘ড্রেসিংরুমে গম্ভীর আলোচনা শুনেছি’, সাংবাদিক হতেও প্রস্তুত রাহুল দ্রাবিড়!

Paris Olympics 2024: দ্রাবিড় পরবর্তী অধ্যায়ে প্রথম সিরিজ। শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তিন ম্যাচের সিরিজ। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত। দ্রাবিড়ের বিশ্ব চ্যাম্পিয়ন টিম জয়ের ধারা বজায় রেখেছে। ক্রীড়া বিশ্বের নজরে এখন গ্রেটেস্ট শো-অন আর্থ অলিম্পিকে।

Rahul Dravid: 'ড্রেসিংরুমে গম্ভীর আলোচনা শুনেছি', সাংবাদিক হতেও প্রস্তুত রাহুল দ্রাবিড়!
Image Credit source: JIO CINEMA
Follow Us:
| Updated on: Jul 29, 2024 | 3:02 AM

সদ্য ভারতীয় দলের প্রাক্তন কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে নতুন অধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে শেষ অ্যাসাইনমেন্টে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন। আপাতত ক্রিকেট থেকে বিরতি। আগামী আইপিএলে তাঁকে নতুন ভূমিকায় দেখা যাবে। দ্রাবিড় পরবর্তী অধ্যায়ে প্রথম সিরিজ। শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তিন ম্যাচের সিরিজ। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত। দ্রাবিড়ের বিশ্ব চ্যাম্পিয়ন টিম জয়ের ধারা বজায় রেখেছে। ক্রীড়া বিশ্বের নজরে এখন গ্রেটেস্ট শো-অন আর্থ অলিম্পিকে। রাহুল দ্রাবিড়ও অলিম্পিকে হাজির। আর সেখানেই তিনি খোলসা করলেন ড্রেসিংরুমের গম্ভীর আলোচনার কথা।

দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছিল, অলিম্পিকে ক্রিকেট যোগ করা যায় কিনা। রাহুল দ্রাবিড় নিজেও চান অলিম্পিকে ক্রিকেট দেখতে। সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে চার বছর পর। পরবর্তী অলিম্পিক ২০২৮ সালে। আয়োজক লস অ্যাঞ্জেলস। সেখানে দেখা যাবে ক্রিকেট। এখন থেকেই উত্তেজনায় ফুটছেন ক্রিকেটাররা। প্যারিসে চলছে অলিম্পিক। সেখানেই একটি প্যানেল ডিসকাসনে উপস্থিত রাহুল দ্রাবিড়। সঙ্গে ছিলেন আইসিসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জিওফ অ্যালডারিসও। সেখানে নানা বিষয়েই আলোচনা হয়।

পরের অলিম্পিকে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাহুল দ্রাবিড় বলেন, ‘বেশ কয়েক বার ড্রেসিংরুমে প্লেয়ারদের গম্ভীর আলোচনা শুনেছি। ওরা ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের পাশাপাশি আলোচনা করত, ২০২৮ সালে অলিম্পিক ক্রিকেটও রয়েছে। ওরাও সোনার পদক জিতে পোডিয়ামে দাঁড়াতে চায়। আর সবচেয়ে বড় দিক গেমস ভিলেজ। বিশ্বের সেরা স্পোর্টিং ইভেন্ট। সেরা অ্যাথলিটরা অংশ নেন। তাদের সঙ্গে কথা বলার সুযোগ। পরবর্তী অলিম্পিক যতটা এগিয়ে আসবে, আমি নিশ্চিত প্রতিটা ক্রিকেট খেলিয়ে দেশ পরিকল্পনা শুরু করে দেবে। প্রত্যেকটা প্লেয়ার দলে সুযোগ পাওয়া এবং অলিম্পিকে দাঁতে দাঁত চেপে লড়াই করবে।’

রাহুল দ্রাবিড় আশাবাদী, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পুরুষ এবং মহিলা ক্রিকেট দুটোতেই সোনা জিতবে ভারত। দ্রাবিড়ের কথায়, ‘আমার কাছে এটা স্বপ্নের মতো। আশা করছি, অলিম্পিকে দুর্দান্ত ক্রিকেট টুর্নামেন্ট হবে। আশা করছি, ভারতীয় পুরুষ এবং মহিলা দল সোনা জিতবে। এমনটা হলে, দুর্দান্ত একটা অনুভূতি হবে। এর চেয়েও আমার কাছে যেটা আরও বেশি রোমাঞ্চকর, প্রচুর ক্রীড়াপ্রেমী এটা বোঝার সুযোগ পাবে, ক্রিকেট কতটা সুন্দর খেলা।’ মজা করে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমার কাছে সুযোগ নেই অলিম্পিকে খেলার। তবে আমি যে ভাবেই হোক সেখানে থাকার চেষ্টা করব। কিছু যদি না পারি, সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে অলিম্পিকে থাকব।’