PARIS 2024, SHOOTING: মাত্র ১.২ পয়েন্টের জন্য… শুটিং থেকে প্রথম দিন ভারতের পদকের স্বপ্ন জলে
Paris Olympics 2024: ভারতের বিভিন্ন খেলার সাম্প্রতিক অতীত বলছে, নীরজ চোপড়া, সাত্বিকসাইরাজ-চিরাগদের বাদ দিলে তেমন সফল কেউ নন। যার অর্থ হল, পদকের আশা প্যারিস অলিম্পিকে খুব বেশি করা যাবে কিনা তা নিয়ে দেশের ক্রীড়া মহল কিছুটা হলেও সন্দিহান। টোকিওতে ভরাডুবির পর ভারতীয় শুটিং টিম ঘুরে দাঁড়ায় কিনা, চর্চা কম নেই।
প্যারিস: বন্যেরা বনে সুন্দর, ভারতীয় শুটাররা বিশ্বকাপে। অলিম্পিক শুরুর আগেই আলোচনা চলছিল, ভারতীয় শুটিংয়ে যাবতীয় সাফল্য শুধু বিশ্বকাপের জন্যই তোলা থাকে। যখনই টিভিতে সম্প্রচার হয় কোনও শুটিং ইভেন্ট, দেখা যায় ভারতীয়রা চরম ব্যর্থ। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা নামের এক ছেলে ব্যক্তিগত ইভেন্টে প্রথম বার সোনা এনে চমকে দিয়েছিলেন। ১০ মিটার এয়ার রাইফেল কী, ভারত বুঝতে শিখেছিল। বিন্দ্রার উত্থান যে হঠাৎ করে হয়নি ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মিলেছিল তার প্রমাণ। বিজয় কুমার রুপো, গগন নারাং ব্রোঞ্জ এনে ভারতীয় শুটিংয়ের সোনালি যুগের সূচনা করেছিলেন। কষ্টের হল সেই শুরু, সেই শেষ। ২০১৬-তে রিও, ২০২০-তে টোকিও, চরম প্রত্যাশা থাকলেও নতুন প্রজন্মের শুটাররা সে সব পূরণে ব্যর্থ। চার বছর পরে সেই খেলা কতটা ঘুরছে, দেখার অপেক্ষায় সারা দেশ। এবং প্রথম দিনই প্যারিস অলিম্পিকে ভারতের হাতে পেন্সিলটুকুও নেই। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের চার ছেলে-মেয়ে পদকের ধারে কাছে পৌঁছতে পারলেন না।
টোকিও অলিম্পিক ভারতীয় খেলাধূলার ইতিহাসে টার্নিং পয়েন্ট বলে ধরা হয়। সাত-সাতটা পদকের পাশাপাশি অলিম্পিকে প্রথমদিনই দেশের মুখ উজ্জ্বল করেছিলেন মীরাবাঈ চানু। ভারোত্তোলনে রুপো দিয়েছিলেন দেশকে। এবং তাঁর হাতেই শুভ সূচনা হয়েছিল ভারতের পদক প্রাপ্তির। গত রাতে অলিম্পিকের উদ্বোধন হয়েছে। সেই অর্থে আজ থেকেই শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। কিন্তু প্রথম দিন পদকের খাতায় শুধুই শূন্যতা। রমিতা-অর্জুন শেষ করলেন ৬ নম্বরে। দু’জনের পয়েন্ট ৬২৮.৭। মাত্র ১.২ পয়েন্টের জন্য সেরা চারে ঢুকতে পারলেন না। তার দায় খানিকটা হলেও অর্জুনকে নিতে হবে। শেষ সিরিজে অর্জুন খারাপ পারফর্ম করেছেন। তুলনায় শুরু থেকেই রমিতা টেনেছেন টিমকে। এলাভেনিল ও সন্দীপ ১২তম স্থানে শেষ করলেন। তাঁদের পয়েন্ট ৬২৬.৩।
ভারতের বিভিন্ন খেলার সাম্প্রতিক অতীত বলছে, নীরজ চোপড়া, সাত্বিকসাইরাজ-চিরাগদের বাদ দিলে তেমন সফল কেউ নন। যার অর্থ হল, পদকের আশা প্যারিস অলিম্পিকে খুব বেশি করা যাবে কিনা তা নিয়ে দেশের ক্রীড়া মহল কিছুটা হলেও সন্দিহান। টোকিওতে ভরাডুবির পর ভারতীয় শুটিং টিম ঘুরে দাঁড়ায় কিনা, চর্চা কম নেই। অ্যাথলেটিক্সের পর সবচেয়ে বড় টিম শুটিংয়েরই। ২১ জন শুটার গিয়েছেন প্যারিস গেমসে অংশ নিতে। এ বার যদি পদক না আসে, শুটারদের তো বটেই শুটিং ফেডারেশনকেও চরম সমালোচনার মুখে পড়তে হবে।