Paris Olympics 2024: শ্যেন নদী ঘিরে এ বার বড় সমস্যা, বাতিল হল প্যারিস গেমসের ইভেন্ট
PARIS 2024: গ্রেটেস্ট শো অন দ্য আর্থ চলাকালীন একের পর বাধা তৈরি হচ্ছে প্যারিসে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন ফ্রান্সের রেল পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর বৃষ্টির কারণে স্কেটবোর্ড ট্র্যাক ভিজে থাকায় এই ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়। এ বার সমস্যা তৈরি হয়েছে শ্যেন নদীকে ঘিরে।
কলকাতা: ফের মুখ পুড়ছে প্যারিস গেমসের আয়োজকদের। বিপত্তি যেন প্যারিসকে জাপটে ধরেছে। এখন প্রশ্ন আয়োজকরা কি সুষ্ঠুভাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) আয়োজন করতে পারবে? গ্রেটেস্ট শো অন দ্য আর্থ চলাকালীন একের পর বাধা তৈরি হচ্ছে প্যারিসে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন ফ্রান্সের রেল পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর বৃষ্টির কারণে স্কেটবোর্ড ট্র্যাক ভিজে থাকায় এই ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়। এ বার সমস্যা তৈরি হয়েছে শ্যেন নদীকে ঘিরে। যার জেরে বাতিল হল প্রি-রেস ট্রাইথ্যালন ইভেন্ট।
রবিবার শ্যেন নদীতে প্রি-রেস ট্রাইথ্যালন ইভেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু শ্যেন নদীর জলের মান নিয়ে চিন্তায় আয়োজকরা। যে কারণে বাধ্য হয়ে ইভেন্ট বাতিল করতে হয়েছে। আয়োজকরা জানিয়েছেন যে, শ্যেন নদীর জলের গুণমান পরীক্ষা করার পরই ট্রাইথ্যালন ইভেন্টটি বাতিল করা হয়েছে।
২৬ জুলাই ছিল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। শ্যেন নদীর ৬ কিলোমিটার জুড়ে দেখা গিয়েছিল আলোর ঝলকানি। একের পর এক বোটে ছিলেন অলিম্পিকে অংশ নেওয়া দেশগুলির প্রতিনিধিরা। এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য দীর্ঘদিন পরিকল্পনা করা হয়েছিল।
২০১৫ সাল থেকে আয়োজকরা শ্যেন নদীকে অলিম্পিকের জন্য তৈরি করতে প্রচুর অর্থ খরচও করেছিল। পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সেন্ট্রাল প্যারিসে একটি বিশাল ভূগর্ভস্থ জল সঞ্চয় বেসিন নির্মাণ। নর্দমা পরিকাঠামো সংস্কার করা এবং বর্জ্য জল শোধনাগারকে উন্নত করা।
শ্যেন নদীর জলের মান খারাপ হওয়ার কারণে এক শতাব্দীরও বেশি সময় ধরে সেখানে সাঁতার নিষিদ্ধ। আয়োজকরা ১.৫ বিলিয়ন ডলার খরচ করেছে। এবং সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, শ্যেন নদীতে সাঁতার সংক্রান্ত ইভেন্ট এবং সাঁতারের ম্যারাথন ইভেন্ট আয়োজন করার জন্য জল যেন যথেষ্ট পরিষ্কার হয়। এত উদ্যোগ নেওয়ার পরও ফের শ্যেন নদীর জল ঘিরেই এল খারাপ খবর।