কাতার ওপেন থেকে বিদায় ফেডেরারের

প্রথম সেটটা রজার (Roger Federer) সুলভই খেলেছিলেন। কিন্তু তার পর আর দাঁড়াতে পারেননি।

কাতার ওপেন থেকে বিদায় ফেডেরারের
কাতার ওপেন থেকে বিদায় ফেডেরারের
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 3:11 PM

দোহা: ১৩ মাস পর কোর্টে ফিরে কাতার ওপেনে (Qatar Open) দুরন্ত কামব্যাক করেছিলেন রজার ফেডেরার (Roger Federer)। জয় দিয়ে শুরু করায় বেশ তৃপ্তও হয়েছিলেন ফেডেক্স। কিন্তু সেই খুশি বজায় রইল না। কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকোলোস বসিল্যাশভিলির (Nikoloz Basilashvili) কাছে ৬-৩, ১-৬, ৫-৭ ব্যবধানে হেরে ছিটকে গেলেন ফেডেরার।

প্রথম সেটটা রজার সুলভই খেলেছিলেন। কিন্তু তার পর আর দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সেটটা ১-৬ হেরে যান। তৃতীয় সেটে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না। ৫-৭ হেরে যান। আসলে দীর্ঘ দিন পর কোর্টে ফেরা রজার শারীরিক ভাবে ফিট হলেও ম্যাচ ফিট পুরোপুরি হননি। যে কারণে ক্লান্ত হয়ে পড়ছিলেন ম্যাচ চলাকালীন। তাই কাতার ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর তিনি দুবাই ওপেন থেকেও সরে দাঁড়ালেন। টুইটারে লিখেছেন, “দোহায় কোর্টে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। করোনা পরিস্থিতিতে আমাকে এখানে আসতে যে দল সাহায্য করেছিল, তাদের ধন্যবাদ জানাই। আমি ঠিক করেছি আবার অনুশীলনে মনোযোগ দেব। তাই, পরের সপ্তাহের দুবাই ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান মিতালির

চোট সারিয়ে কোর্টে ফিরেছেন ঠিকই। প্রথম ম্যাচে জয়ও পেয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন খেলা থেকে দূরে থাকার ছাপ লক্ষ্য করা গেছে কাতার ওপেনের পারফরম্যান্সে। নিজের পারফরম্যান্স উন্নত করার জন্যই খেলবেন না দুবাই ওপেনেও। তাই আরও প্রশিক্ষণ নিয়ে ফেডেরার ফোকাস করবেন এ বার উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে।