চোট পেয়ে অল ইংল্যান্ড শেষ সাইনার

যদিও অল ইংল্যান্ড টুর্নামেন্ট (All England Championship) থেকে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) কোটা পাওয়া যাবে না, তবু চোট পেয়ে সাইনার (Saina Nehwal) ছিটকে যাওয়া নিয়ে যথেষ্ট আলোচনা চলছে।

চোট পেয়ে অল ইংল্যান্ড শেষ সাইনার
চোট পেয়ে অল ইংল্যান্ড শেষ সাইনার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2021 | 5:47 PM

লন্ডন: চোট পেয়ে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ (All England Championship) থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। মিয়া ব্লিচফিল্ডটের বিরুদ্ধে প্রথম গেমটা ৮-২১ হেরেছিলেন। দ্বিতীয় গেমেও ৪-১০ পিছিয়েছিলেন তিনি। তখনই চোট নিয়ে দ্বিতীয় গেমের মাঝপথে খেলা ছেড়ে বেরিয়ে যান।

সাইনাকে বাদ দিলে কিদাম্বি শ্রীকান্ত, পারুপাল্লি কাশ্যপও হেরে গিয়েছেন তাঁদের প্রথম ম্যাচ। এইচএস প্রণয়, লক্ষ্য সেন, বি সাই প্রণীত, সমীর ভার্মারা জিতেছেন প্রথম রাউন্ডে।

যদিও অল ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) কোটা পাওয়া যাবে না, তবু চোট পেয়ে সাইনার ছিটকে যাওয়া নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। অল ইংল্যান্ডে নামার আগে কোভিড পরীক্ষা করার জন্য ভারতীয় শাটলাররা দু’দিন কার্যত কোনও ট্রেনিংই করতে পারেননি। যা নিয়ে অভিযোগও করেছিলেন সাইনা। আয়োজকদের যে কারণে কার্যত কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

আরও পড়ুন: স্বপ্নপূরণের ২৫ বছর

অলিম্পিকের আঙ্গিকে ভাবলে অল ইংল্যান্ড হয়তো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট নয়। তবু প্রথম সারির বেশ শাটলারের এই টুর্নামেন্টে খেলার কারণই হল দীর্ঘ এক বছর করোনার জন্য় কোর্টে বাইরে থাকায় ছন্দ নষ্ট হয়েছে তাঁদের। ম্যাচ প্র্যাক্টিসও সে ভাবে মেলেনি। যে কারণে এই টুর্নামেন্টে খেলছেন অধিকাংশ। কিন্তু সাইনার এই চোট যদি বড় হয়, তা হলে তাঁর অলিম্পিক স্বপ্নে ধাক্কা লাগতে পারে। যার আশঙ্কাই করছেন অনেকে।