বিশ্বকাপের আগে আরও টি-২০ সিরিজ চায় বোর্ড
বিশ্বকাপে (World Cup) বিরাটের দলের প্রস্তুতিতে যেন কোনও খামতি না থাকে, সেটা মাথায় রাখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ড।
মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) চলতি টি-২০ (T20) সিরিজ শেষ হওয়ার পর বিশ্বকাপ পর্যন্ত আর কোনও কুড়ি-বিশের ম্যাচ নেই ভারতীয় দলের। ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে যা চিন্তায় রাখছে বিসিসিআইকে (BCCI)। বিশ্বকাপে বিরাটের দলের প্রস্তুতিতে যেন কোনও খামতি না থাকে, সেটা মাথায় রাখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ড। তাই বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-২০ সিরিজ আয়োজন করতে চায় বিসিসিআই। দুই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও শুরু করেছে ভারতীয় বোর্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ হওয়ার পর আইপিএলের (IPL) মঞ্চে ঢুকে পড়বেন বিরাটরা। তারপর ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। প্রথমে সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন রোহিতরা। তারপর ইংল্যাডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। সেপ্টেম্বরে দেশে ফিরবে দল। টি-২০ বিশ্বকাপ শুরু হবে অক্টোবরের মাঝামাঝি থেকে। মাঝের এই সময়ই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি সিরিজ খেলতে চাইছে বিসিসিআই।
আরও পড়ুন: চোট পেয়ে অল ইংল্যান্ড শেষ সাইনার
গত বছর করোনা (COVID-19) আবহে ভারতে সিরিজ শেষ না করেই দেশে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। তাই তাদের ভারতে একটি সিরিজ খেলার কথা। পাশাপাশি টি-২০ বিশ্বকাপের পর দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা বিরাটদের। এই দু’টি সুযোগ কাজে লাগিয়ে বিরাটদের টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যবস্থা করতে চাইছেন সৌরভরা।