লারাদের হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিনরা

রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Saftey World Series) ফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া লেজেন্ডেস (India Legends)। বুধবার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের (West Indies Legends) হারিয়ে ফাইনালে সচিন-যুবরাজরা। সচিনের ৬৫ রানের দুরন্ত ইনিংস ও যুবরাজের ৪৯ রানের ইনিংসের ওপর ভর করে ইন্ডিয়া লেজেন্ডস বড় টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের। ক্যারিবিয়ানদের ১২ রানে হারাল সচিনের ভারত। ব্রায়ান লারা পরের দিকে ব্যাট করতে নেমে দলকে টানতে থাকেন। কিন্তু ৪৬ রান করে ফিরে যান তিনি।

| Updated on: Mar 18, 2021 | 3:54 PM
প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডসরা ২০ ওভারে ২১৮ রান করে।

প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডসরা ২০ ওভারে ২১৮ রান করে।

1 / 5
৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে মাস্টার ব্লাস্টার ৪২ বলে ৬৫ রানের ইনিংস সাজিয়েছিলেন।

৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে মাস্টার ব্লাস্টার ৪২ বলে ৬৫ রানের ইনিংস সাজিয়েছিলেন।

2 / 5
সেওয়াগের ব্যাট থেকে ৩৫ রান আসে ইন্ডিয়া লেজেন্ডসদের খাতায়।

সেওয়াগের ব্যাট থেকে ৩৫ রান আসে ইন্ডিয়া লেজেন্ডসদের খাতায়।

3 / 5
ব্যাট হাতে যুবরাজের অপরাজিত ৪৯ রানের ইনিংস ইন্ডিয়া লেজেন্ডসদের ২০০-র গন্ডি টপকাতে সাহায্য করে।

ব্যাট হাতে যুবরাজের অপরাজিত ৪৯ রানের ইনিংস ইন্ডিয়া লেজেন্ডসদের ২০০-র গন্ডি টপকাতে সাহায্য করে।

4 / 5
২১ মার্চ সিরিজের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডস মুখোমুখি হবে শ্রীলঙ্কা লেজেন্ডস কিংবা দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসদের।

২১ মার্চ সিরিজের ফাইনালে ইন্ডিয়া লেজেন্ডস মুখোমুখি হবে শ্রীলঙ্কা লেজেন্ডস কিংবা দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসদের।

5 / 5
Follow Us: