লারাদের হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিনরা
রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Saftey World Series) ফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া লেজেন্ডেস (India Legends)। বুধবার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের (West Indies Legends) হারিয়ে ফাইনালে সচিন-যুবরাজরা। সচিনের ৬৫ রানের দুরন্ত ইনিংস ও যুবরাজের ৪৯ রানের ইনিংসের ওপর ভর করে ইন্ডিয়া লেজেন্ডস বড় টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের। ক্যারিবিয়ানদের ১২ রানে হারাল সচিনের ভারত। ব্রায়ান লারা পরের দিকে ব্যাট করতে নেমে দলকে টানতে থাকেন। কিন্তু ৪৬ রান করে ফিরে যান তিনি।
Most Read Stories