টোকিও গেমসে নেই সাইনা-শ্রীকান্ত
টোকিও গেমসে (Tokyo Olympics) ভারতের হয়ে ছেলে ও মেয়েদের সিঙ্গলসে দেখা যাবে পিভি সিন্ধু (PV Sindhu) ও সাই প্রণীতকে (Sai Praneet)। এঁদের সাফল্যের উপরেই নির্ভর করবে ভারতের পদক প্রাপ্তি। ছেলেদের ডাবলসে থাকবেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠী।
কলকাতা: আশঙ্কা ছিল আগেই। সেটাই সত্যি হল। টোকিও গেমসে (Tokyo Olympics) নেই সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikant)। করোনার জন্য একের পর এক টুর্নামেন্ট বাতিল হয়ে গিয়েছে। যে কারণে অলিম্পিকের নামার স্বপ্নপূরণ হচ্ছে না দুই ভারতীয় তারকার। তবে, যে ক’টা টুর্নামেন্ট তার আগে খেলেছিলেন এই দু’জন, তাতে অবশ্য খুব একটা ছাপ ফেলতে পারেননি। ফর্মের ধারেকাছে ছিলেন না সাইনা ও শ্রীকান্ত।
Invitations for #Tokyo2020 will be sent shortly with final participation lists and seedings to be published in the coming weeks.https://t.co/iTUXeCyzxl
— BWF (@bwfmedia) May 28, 2021
টোকিও গেমসে (Tokyo Olympics) ভারতের হয়ে ছেলে ও মেয়েদের সিঙ্গলসে দেখা যাবে পিভি সিন্ধু (PV Sindhu) ও সাই প্রণীতকে (Sai Praneet)। এঁদের সাফল্যের উপরেই নির্ভর করবে ভারতের পদক প্রাপ্তি। ছেলেদের ডাবলসে থাকবেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠী।
আরও পড়ুন: জাপানে জরুরীকালীন অবস্থার মেয়াদ বাড়তে চলেছে
আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন (BWF) এক বিবৃতিতে বলেছে, ১৫ জুন টোকিও অলিম্পিকের যোগ্যতা নির্ধারণের শেষ সময়সীমা। তাতে কোনও বদল হচ্ছে না। এর মধ্যে যে হেতু আর কোনও টুর্নামেন্ট নেই, তাই আগে যাঁরা যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাই অলিম্পিক খেলতে পারবেন। সেই তালিকা খুব শিগগিরি প্রকাশ করা হবে। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া সাইনার বিশ্ব র্যাঙ্কিং ২২। ১৬-র মধ্যে থাকতে পারলে তবেই অলিম্পিকের যোগ্যতা অর্জন করা যায়। শ্রীকান্তও ১৬-র মধ্যে নেই। তাঁর বর্তমান র্যাঙ্কিং ২০। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সচিন থমাস লুন্ড বলেছেন, ‘টোকিও গেমসের যোগ্যতা অর্জনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। আর কারও পক্ষে কোয়ালিফাইং মার্ক অর্জন করা সম্ভব নয়।’