SC East Bengal: ওমিদ সিং ইস্যুতে ফিফা আদালতে আবেদন লাল-হলুদের

এ দিকে আইএফএ-কে (IFA) চিঠির উত্তর পাঠাল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কলকাতা লিগে না খেলার কারণ জানতে চেয়ে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে (SCEB Foundation) চিঠি পাঠিয়েছিল আইএফএ। আজই সেই চিঠির উত্তর আইএফএ-কে পাঠিয়ে দিল এসসি ইস্টবেঙ্গল।

SC East Bengal: ওমিদ সিং ইস্যুতে ফিফা আদালতে আবেদন লাল-হলুদের
ফিফা আদালতে আবেদন এসসি ইস্টবেঙ্গলের। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2021 | 8:15 PM

কলকাতা: ওমিদ সিং (Omid Singh) ইস্যুতে ফিফা (FIFA) আদালতে আবেদন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। ওমিদ সিংয়ের বকেয়া ১ কোটি ৬০ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ফিফা (FIFA)। গত বছর ইরানের (Iran) ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। পরে শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে গাঁটছড়া বাধার পর বিনিয়োগকারী সংস্থা অবশ্য ওমিদ সিংকে আর দলে নেয়নি। সেই ইস্যুতেই বকেয়া চেয়ে ফিফায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইরানের মিডফিল্ডার। বিষয়টি পুনরায় ভেবে দেখার জন্য ফিফার কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (CAS) আবেদন এসসি ইস্টবেঙ্গলের। ২১ দিনের মধ্যে ফিফা আদালতে আবেদন করতে হয়। আজই ছিল আবেদন করার শেষ দিন।

এ দিকে আইএফএ-কে (IFA) চিঠির উত্তর পাঠাল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কলকাতা লিগে না খেলার কারণ জানতে চেয়ে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনকে (SCEB Foundation) চিঠি পাঠিয়েছিল আইএফএ। আজই সেই চিঠির উত্তর আইএফএ-কে পাঠিয়ে দিল এসসি ইস্টবেঙ্গল। কলকাতা লিগে না খেলায় এসসি ইস্টবেঙ্গলের পাশাপাশি এটিকে মোহনবাগানকেও (ATK Mohun Bagan) কারণ জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। যদিও সবুজ-মেরুনের পক্ষ থেকে এখনও কোনও চিঠি পাঠানো হয়নি। আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকেই দুই প্রধানকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১২ থেকে ১৪ তারিখের মধ্যে হতে পারে আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। কলকাতা লিগ (Calcutta Football League) না খেলায় দুই প্রধানকে কঠোর শাস্তি দেওয়ার সাহসিকতা দেখাতে পারে কিনা আইএফএ (IFA), সেটাই দেখার।

আরও পড়ুন: IPL 2021: ৭টার ম্যাচের মধ্যে ৬টায় জিততে চাই: কার্তিক