IPL 2021: ৭টার ম্যাচের মধ্যে ৬টায় জিততে চাই: কার্তিক
ব্যাটিং ব্যর্থতাতেই ডুবতে দেখা গিয়েছে কেকেআরকে। নাইটদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক যোগ দিয়েছেন শিবিরে। ইংল্যান্ড সফরে কমেন্ট্রি বক্সে প্রশংসিত হয়েছেন কার্তিক
দুবাই: আইপিএল চোদ্দর মহড়ায় ৮ ফ্র্যাঞ্চাইজি দলই। কোভিডের থাবায় মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল চোদ্দ। বাকি ৩১টা ম্যাচ হবে আমিরশাহিতে। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু আইপিএল ১৪-র দ্বিতীয় পর্ব। পয়েন্ট টেবিলে একেবারেই ভালো জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। মর্গ্যানরা আছেন ৭ নম্বরে। ৭টা ম্যাচের মধ্যে মাত্র ২টোতে জিতেছে নাইটরা। বাকি ৫টা ম্যাচে হার।
ব্যাটিং ব্যর্থতাতেই ডুবতে দেখা গিয়েছে কেকেআরকে। নাইটদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক যোগ দিয়েছেন শিবিরে। ইংল্যান্ড সফরে কমেন্ট্রি বক্সে প্রশংসিত হয়েছেন কার্তিক। এ বার পালা ব্যাট হাতে সফল হওয়ার। নক আউটে উঠতে হলে বাকি ৭টা ম্যাচই কঠিন চ্যালেঞ্জ কেকেআরের সামনে। ২০ সেপ্টেম্বর নাইটদের সামনে বিরাট কোহলির আরসিবি। বাকি ৭ ম্যাচের মধ্যে ৬টাতেই জিততে চাইছে কেকেআর। জানালেন দীনেশ কার্তিক।
নেট সেশনের পর কার্তিক বলেন, ‘গত বছর আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে আমরা ৫ নম্বরে শেষ করি। টানা ২ বছর আমরা পয়েন্ট টেবিলে ৫ নম্বরে শেষ করেছি। এ বার আর সেটার পুনরাবৃত্তি হতে দেব না। বাকি ৭টা ম্যাচের মধ্যে ৬টাতেই জেতার টার্গেট করেছি আমরা। তাহলেই নক আউট পর্বে কোয়ালিফাই করতে পারব।’
কার্তিক আরও বলেন, ‘কেকেআর বরাবর আক্রমণাত্মক ক্রিকেট খেলে। দ্বিতীয় পর্বে আমরা কামব্যাক করার ব্যাপারে আশাবাদী। আমাদের টিম স্পিরিটও খুব ভালো। আমরা বরাবরই পজিটিভ ক্রিকেট খলি।’ কার্তিকরা আশাবাদী হলেও নাইটরা বাকি আইপিএলে কেমন পারফর্ম করেন, সে দিকে তাকিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীরাও।