SC EAST BENGAL: ফাউলারের ছুটি, দায়িত্বে দিয়াজ
কেরিয়ারে মোট ৩২৮টি ম্যাচে কোচিং করিয়েছেন দিয়াজ (Manuel Diaz)। ৫৩ বছরের কোচের ৪১.৭৭ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে। ২০১৮-১৯ মরসুমে শেষবার রিয়াল মাদ্রিদের 'বি' টিমে কোচিং করিয়েছিলেন দিয়াজ। ৪৬.৬৬ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে রিয়ালের 'বি' টিমে।
কলকাতা: এ যেন নাটকীয় মোড়। সব কিছু ঠিকঠাকই চলছিল। আচমকাই ঝড়ের মতো একটা খবরে ফের তোলপাড় লাল-হলুদে। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) সঙ্গে রবি ফাউলারের (Robbie Fowler) সম্পর্কে বিচ্ছেদ। ২ বছরের চুক্তি থাকলেও ফাউলার-এসসি ইস্টবেঙ্গল সম্পর্কে ইতি। ক্লাব-ইনভেস্টর চুক্তি জট নিয়ে কয়েকদিন আগেও বিনিয়োগকারী সংস্থার পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন ফাউলার। হঠাৎ কেন দু’পক্ষের সম্পর্কের অবনতি হল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।
SC East Bengal can confirm that the club has agreed with Robbie Fowler to a mutual termination of the head coach’s contract.
We wish Robbie all the best with his future endeavours and look forward to his continued association with Shree Cement Limited.#ThankYouGaffer pic.twitter.com/rcyHo2L125
— SC East Bengal (@sc_eastbengal) September 8, 2021
রবি ফাউলারের পরিবর্তে এসসি ইস্টবেঙ্গলের দায়িত্বে এলেন ম্যানুয়েল দিয়াজ (Manuel Diaz)। দীর্ঘ ২০ বছর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। রিয়াল মাদ্রিদের ‘বি’ (Real Madrid B) টিমে কোচিং করিয়েছেন দিয়াজ। এছাড়াও স্পেনের (Spain) দ্বিতীয় ডিভিশনের দুটো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২ বছর আগে লাল-হলুদে কোচিং করিয়ে গিয়েছিলেন আলেসান্দ্রো গার্সিয়া। তিনিও রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের কোচ ছিলেন।
SC East Bengal is proud to welcome former Real Madrid Castilla coach Manuel ‘Manolo’ Diaz as the new head coach for the Hero Indian Super League 2021-22 season.#HolaManolo #TheRealManolo #JoyEastBengal #WeAreSCEB pic.twitter.com/akh7zvjGgK
— SC East Bengal (@sc_eastbengal) September 8, 2021
কেরিয়ারে মোট ৩২৮টি ম্যাচে কোচিং করিয়েছেন দিয়াজ (Manuel Diaz)। ৫৩ বছরের কোচের ৪১.৭৭ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে। ২০১৮-১৯ মরসুমে শেষবার রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমে কোচিং করিয়েছিলেন দিয়াজ। ৪৬.৬৬ শতাংশ জয়ের রেকর্ড রয়েছে রিয়ালের ‘বি’ টিমে।
আরও পড়ুন: India Vs England: আগামী বছর আবার ইংল্যান্ড সফরে বিরাটের দল
দায়িত্ব পেয়ে দিয়াজ বলেন, ‘মাদ্রিদে আমরা বলে থাকি জয় আমাদের রক্তে রয়েছে। চাপ নিতে আমরা ভালোবাসি। তাই বড় ক্লাবের আমাদের ঘিরে প্রত্যাশাও থাকে অনেক।’ তিনি এর সঙ্গে যোগ করে বলেন, ‘সময় অনেক কম। তবে অনেক লম্বা রাস্তা হাঁটতে হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’
রবি ফাউলারের (Robbie Fowler) ছুটি হয়ে গেলেও তাঁর সহকারীদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে ধরেই নেওয়া যায়, টনি গ্র্যান্ট, মাইকেল হাল্ডিংদেরও হয়তো ছুটি হয়ে যাবে। সেক্ষেত্রে সাপোর্ট স্টাফ (Support Staff) নিয়েও ভারতে আসবেন লাল-হলুদের নয়া কোচ।