SC EAST BENGAL : কেমন প্রোফাইল ইস্টবেঙ্গলের নতুন কোচের?

 রবি ফাউলারের মত হাইপ্রোফাইল কোচ (coach) আনলেও গত আইএসএলে তেমন সুবিধা করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল(sc east bengal)। ভরাডুবি হয়েছে গত আইএসএলে

SC EAST BENGAL : কেমন প্রোফাইল ইস্টবেঙ্গলের নতুন কোচের?
নতুন কোচ ম্যানুয়েল ডায়াজ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 8:58 PM

কলকাতাঃ এসসি ইস্টবেঙ্গলে রবি বিদায়। গত মরসুমের হাইপ্রোফাইল কোচের সঙ্গে চুক্তি শেষ করল এসসি ইস্টবেঙ্গল। রবির জায়গায় নতুন কোচ হলেন স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানোলো ডায়াজ। নতুন কোচের প্রোফাইলও একেবারে কম নয়। রিয়াল মাদ্রিদের বি টিমের কোচ ছিলেন মানোলো।

রবি ফাউলারের মত হাইপ্রোফাইল কোচ আনলেও গত আইএসএলে তেমন সুবিধা করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। ভরাডুবি হয়েছে গত আইএসএলে। তবে রবি ফাউলারের কোচিং পারফরম্যান্স অনেক লাল হলুদ সমর্থকই পছন্দ করেছিল। অনেকেরই মন্তব্য ছিল, একেবারে শেষমুহূর্তে দায়িত্ব পেয়েছিলেন। যতটুকু সময় পেয়েছেন তিনি ভাল কাজ করেছেন-এমনই মন্তব্য ছিল অনেক লাল হলুদ সমর্থকদের। এবারও অবশ্য একেবারে শেষমুহূর্তে দল গড়েছে এসসি ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, এখও পর্যন্ত বিদেশি ফুটবলার নির্বাচন করে উঠতে পারেননি এসসি ইস্টবেঙ্গল কর্তারা। দলগঠনের প্রক্রিয়া এখনও চলছে।এরই মাঝে নতুন কোচের নাম ঘোষণা করে দিল এসসি ইস্টবেঙ্গল।

নতুন কোচ হলেন স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানোসো ডায়াজ।৫৩ বছরের এই কোচ বেশিরভাগ সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। জিনেদিন জিদান যখন রিয়াল মাদ্রিদের সিনিয়র দল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন রিয়াল মাদ্রিদের বি টিম ব্যস্ত ছিলেন ম্যানুয়েল ডায়াজ। ফুটবল কেরিয়ারও শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদেই। রিয়াল মাদ্রিদের যুব দলেই শুরু করেছিলেন ফুটবল কেরিয়ার। একসময় খেলেছেন গেটাফের মত ক্লাবের হয়েও। তবে কোচিং কেরিয়ারের বেশির ভাগ সময়টাই কেটেছে রিয়াল মাদ্রিদে। ২০০২ সাল থেকে ৪ বছর রিয়াল মাদ্রিদের যুব দলের কোচের দায়িত্বে ছিলেন মানোলো। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের দায়িত্বে। পরে দুই মরসুম সামলেছেন রিয়াল মাদ্রিদ ‘বি’ টিমের দায়িত্ব। ২০১৯ সালে শেষবার রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন মানোলো। আর এবার এসসি ইস্টবেঙ্গলে।

SC East Bengal appoint Manuel Diaz as head coach, part ways with Robbie Fowler

এসসি ইস্টবেঙ্গলের সেই প্রেস রিলিজ

দুদশকের কোচিং কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে, মোট ৩২৮ ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মানোলো। সাফল্যের হার ৪১.৭৭ শতাংশ। দুবছর আগে শেষবার যখন রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের দায়িত্বে ছিলেন, সেবার তাঁর সাফল্যের হার ছিল ৪৬.৬৬%।

এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ম্যানুয়েল মানোলো ডায়াজ জানিয়েছেন, “রিয়াল মাদ্রিদে যখন ছিলাম, তখন আমরা বলতাম, জয় আমাদের ডিএনএ-তে রয়েছে। বড় ক্লাবের চাপ কি হয় জানি। চাপ ও প্রত্যাশা নিতে আমি উপভোগ করি।”

হাতে কম সময়? পারবেন সাফল্য আনতে? মানোলোর সাফ জবাব, “সময় কম ঠিকই। তবে আশা করি এই টুকু কম সময়ের মধ্যে দলকে তৈরি করে সমর্থকদের খুশি এনে দিতে পারব।”