CFL 2021: টুর্নামেন্টের সেরা ফুটবলার ও গোলকিপারকে মোটরবাইক দেবে আইএফএ
কলকাতা লিগের (CFL) সেরা ফুটবলার আর সেরা গোলকিপারকে দেওয়া হবে মোটরবাইক (Motor Cycle)। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থা এবং পানীয় প্রস্তুতকারক একটি সংস্থা থাকছে স্পনসরের (Sponsor) দায়িত্বে। লিগ শেষ হওয়ার পর দেওয়া হবে পুরস্কার। বাইকের সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও।
কলকাতা: কলকাতা লিগে ফের অভিনবত্ব। ২ বছর আগে আইএফএ সচিবের দায়িত্বে এসেই অভিনবত্ব দেখিয়েছিলেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। সে বার ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal Vs Mohun Bagan) বড় ম্যাচে টস হয়েছিল সোনার কয়েনে। আকর্ষণ বাড়াতে চলতি লিগের ফরম্যাটও পাল্টে দেওয়া হয়েছে। এ বার আরও এক অভিনবত্ব কলকাতা লিগে (Calcutta Football League)। কলকাতা লিগের (CFL) সেরা ফুটবলার আর সেরা গোলকিপারকে দেওয়া হবে মোটরবাইক (Motor Cycle)। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক একটি সংস্থা এবং পানীয় প্রস্তুতকারক একটি সংস্থা থাকছে স্পনসরের (Sponsor) দায়িত্বে। লিগ শেষ হওয়ার পর দেওয়া হবে পুরস্কার। বাইকের সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। ১০ হাজার টাকা করে পুরস্কার পাবেন লিগের সেরা ফুটবলার আর গোলকিপার।
আরও পড়ুন: SC EAST BENGAL: ফাউলারের ছুটি, দায়িত্বে দিয়াজ
আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হয়ে উঠতে চায় বাংলা। নতুন প্রজন্মদের তুলে আনতেই এই উদ্যোগ। লিগ যত আকর্ষণীয় হবে তত ফুটবলারদের মধ্যে ভালো খেলার তাগিদ বাড়বে। ফুটবলের মূলস্রোতে বাংলাকে ফিরিয়ে আনতেই এই চ্যালেঞ্জ নিয়েছি। যদি কোনও বাংলার ফুটবলারের হাতে এই পুরস্কার ওঠে এর চেয়ে খুশি আর গর্বের কিছু হয়না।’ এ দিকে আজ কলকাতা ফুটবল লিগের ম্যাচে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) আর ইউনাইটেড স্পোর্টসের (United Sports) খেলা ২-২ গোলে অমীমাংসিত হয়। মহমেডানের গোলদাতা মার্কাস যোশেফ আর যশকরণপ্রীত সিং। ইউনাইটেডের হয়ে গোল করেন সুব্রত মুর্মু আর জগন্নাথ ওরাওঁ। এ দিকে আইএফএ-র (IFA) চিঠির উত্তর আজ বিকেল পর্যন্ত এখনও দেয়নি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গতকালই আইএফএ-কে উত্তর পাঠিয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।