রিয়াল মাদ্রিদে ১৬ বছরের যাত্রা শেষ রামোসের
সামনে রোনাল্ডো, পেছনে রামোস। রিয়াল মাদ্রিদের বহুদিনের একটা ভরসার নাম। সময় এগিয়েছে। বয়স বেড়েছে। যা থাবাও বসিয়েছে রামোসের পারফরম্যান্সে। তার সঙ্গে যোগ হয়েছে গত বছর হওয়া কোভিড। তার সঙ্গে চোট সমস্যা
![রিয়াল মাদ্রিদে ১৬ বছরের যাত্রা শেষ রামোসের রিয়াল মাদ্রিদে ১৬ বছরের যাত্রা শেষ রামোসের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035225.442.jpg?w=1280)
মাদ্রিদঃ এক যাত্রার শেষ হল ভারতীয় সময় বুধবার গভীর রাতে। রিয়াল মাদ্রিদের(REAL MADRID) সংসার ছাড়লেন স্প্যানিশ(SPANISH) ফুটবলের অন্য়তম সেরা ডিফেন্ডার সার্জিও রামোস(SERGIO RAMOS)। এদিনই রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মাসেই তাঁদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রামোসের। আর নতুন করে চুক্তি করা হবেনা এই ডিফেন্ডারের(DEFENDER) সঙ্গে।
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035924.961.jpg)
চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে রামোস
আজ বৃহস্পতিবারই রামোসকে দেওয়া হবে বিদায়ী সংবর্ধনা। যেই অনুষ্ঠানে উপস্থি থাকবেন খোদ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ(FLORENTINO PEREZ)।
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035407.396.jpg)
রামোসের ট্যুইটারে কভার ফটো। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা বিচ্ছেদের
রিয়ালের হয়ে ৬৭১ টি ম্যাচ খেলা রামোস এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। চলতি মরসুমে এখনও অবধি মাত্র২১টি ম্যাচ খেলেছেন রামোজ। যা তাঁর রিয়াল মাদ্রিদের ১৬ বছরের জীবনে সর্বনিম্ন। রিয়ালে রামোস মান একটা যুগ। যেই সময় রামোস টপ ফর্মে। তখন রিয়াল দলে স্পেনের জাতীয় দলের খেলা যে ৩জন তারকা ফুটবলার ছিলেন, তার মধ্যে রামোস অন্যতম। বাকি ২ জন ইকের ক্যাসিয়াস ও জ্যাভি অ্যালোন্সো।
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035527.230.jpg)
কোচ জিদানের সাথে
সামনে রোনাল্ডো, পেছনে রামোস। রিয়াল মাদ্রিদের বহুদিনের একটা ভরসার নাম। সময় এগিয়েছে। বয়স বেড়েছে। যা থাবাও বসিয়েছে রামোসের পারফরম্যান্সে। তার সঙ্গে যোগ হয়েছে গত বছর হওয়া কোভিড। তার সঙ্গে চোট সমস্যা। ৩৫ বছরের রামোস যেন পিছিয়ে পড়ছিল আজকের ফুটবলের সঙ্গে। তবুও সোনালি লম্বা দাঁড়ি নিয়ে স্প্যানিশ ডিফেন্ডার যখন মাঠে নামেন, তখন আজকে বিপক্ষের অনেক তরুণ স্ট্রাইকারের ধুকপুকানি হয় বৈকি।
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T040015.148-1.jpg)
বন্ধু রোনাল্ডোর কাঁধে
২০০৫ সালে সেভিয়া থেকে আসা রিয়াল মাদ্রিদে। সই থেকে কবে যেন ঘরের ছেলে হয়ে গিয়েছে। অনেকটা মোহনবাগানের সুব্রত ভট্টাচার্যের মত। রিয়াল মাদ্রিদের হয়ে সেন্টার ব্যাক রামোসের গোলের সংখ্যা ১০১! ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপজয়ী দলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রামোস।স্পেন ফুটবলের সেই স্বর্ণযুগের আরও কাণ্ডারিও ধীরে ধীরে এগোচ্ছেন প্রাক্তন হওয়ার সংসারে। কিন্তু কেন এত দিনের সম্পর্ক ছিন্ন হল রামোস ও রিয়াল মাদ্রিদের?
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035820.317.jpg)
মেসির সঙ্গে সেয়ানে সেয়ানে
সূত্রের খবর, রামোস চেয়েছিলেন আগামি ২ বছরের জন্য রিয়াল মাদ্রিদ চুক্তি করুক তাঁর সঙ্গে। মানতে চাননি ক্লাব সভাপতি পেরেজ। তিনি ক্লাবের নিয়ম ভাঙতে নারাজ। রিয়াল মাদ্রিদের নিয়ম, ৩০ বছরের বেশি বয়সী ফুটবলারের সঙ্গে ১ বছর করে চুক্তি করা। গত বছর থেকে এই বছর জুন মাস অবধি চলেছে সেই আলোচনা। মেলেনি রফাসূত্র। তাই নাকি অবশেষে এই বিদায়। রামোসের তবে ভবিষ্যত?
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035726.867.jpg)
সতীর্থ তখন ওজিলও
সূত্রের খবর, ইতিমধ্যেই আগামি মরসুমের জন্য ম্যানচেস্টার সিটি থেকে অফার এসেছে। সেই অফার দিয়েছেন খোদ গুয়ার্দিওয়ালা। ম্যান সিটির কর্তারা তাঁর ২ বছরের চুক্তির শর্তও মানতে চায়। তাতেই নাকি দেশ ছেড়ে এবারে ইপিএলে মন দিতে চলেছেন রামোস বলে সূত্রের খবর।
![Sergio Ramos leaving Real Madrid after 16 years](https://d3c6un81gn8a9d.cloudfront.net/wp-content/uploads/2021/06/Untitled-design-2021-06-17T035624.548.jpg)
উচ্ছ্বাসে মদ্রিচ ও রামোস
সব মিলিয়ে স্পেনের ইউরো অভিযানের মাঝেই স্প্যানিশ ফুটবলে ঘটল এক চরম আলোচিত ঘটনা।