Tokyo Olympics 2020: “৭-১ গোলে হারই বদলে দিয়েছে আমাদের !”

Summer Olympics 2020: কোয়ার্টার ফাইনাল নিয়ে এখনও ভাবতে রাজি নন ভারতীয় প্লেয়াররা। গ্রুপে দু'নম্বরে শেষ করতে পারলে কিছুটা হলেও সুবিধা পাবে ভারত। সেই তাগিদেই জাপান ম্যাচে নামবেন মনপ্রীতরা।

Tokyo Olympics 2020: ৭-১ গোলে হারই বদলে দিয়েছে আমাদের !
Tokyo Olympics 2020: অস্ট্রেলিয়ার ম্যাচে ধাক্কাটাই ফিরে আসার কারণ, বলছেন মনপ্রীত (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 5:22 PM

টোকিও: অস্ট্রেলিয়ার (Australia) কাছে ১-৭ হারের পর অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতীয় হকি টিমের (Indian Men’s Hockey team)। স্পেনকে ৩-০ হারানোর পর বৃহস্পতিবার টোকিওতে রীতিমতো অঘটন ঘটিয়ে দিয়েছেন মনপ্রীত সিংরা (Manpreet Singh)। রিও অলিম্পিকের (Rio Olympics) সোনাজয়ী অর্জেন্টিনাকে ৩-১ হারিয়েছেন হরমনপ্রীত সিং, বরুণ কুমাররা। ভারতীয় টিমের এই সাফল্য দেখে রীতিমতো উচ্ছ্বসিত হকিমহল। জাপানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ বাকি থাকলেও শেষ আটে নিশ্চিত উঠে পড়েছে ভারত।

পদক জয়ের সম্ভাবনা নিয়ে শুরু থেকে চলছে আলোচনা। অস্ট্রেলিয়ার কাছে হারের পর বলা হচ্ছিল, এত প্রস্তুতি কি কাজে লাগল না? মনপ্রীতদের প্রত্যাবর্তন স্বপ্ন উস্কে দিচ্ছে নতুন করে। দু’ম্যাচ হারের পরও কী ভাবে ঘুরে দাঁড়াল ভারত? ভারতের ক্যাপ্টেন মনপ্রীত বলছেন, ‘ওটা আমাদের কাছে সতর্কবার্তা ছিল। ওই ম্যাচটা হেরে ভীষণ ভেঙে পড়েছিলাম। কিন্তু, একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করেছিলাম। একটাই জিনিস মনে হয়েছিল, পরের ম্যাচটাতে যদি সেরাটা দিতে পারি আমরা, আবার ফিরতে পারব। সেই কারণেই স্পেনটাতে ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছিলাম।’

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম দুটো কোয়ার্টারে গোল আসেনি। ৪৩ মিনিটে বরুণ কুমার খুলে ফেলেন বিপক্ষের গোলমুখ। ৪৮ মিনিটে লড়াইয়ে ফিরেছিল আর্জেন্টিনা, পেনাল্টি কর্নার থেকে। কিন্তু ভারতীয় টিমের লড়াইয়ের সামনে উড়ে গিয়েছে মেসির দেশের যাবতীয় প্রতিরোধ। আগ্রাসী হকিই প্রত্যাবর্তনের পথে ফেরাল ভারতকে। শেষ দু’মিনিটে বিবেক প্রসাদ ও হরমনপ্রীত সিংয়ের গোলে ৩-১ জয়।

মনপ্রীত বলছেন, ‘আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি। পরের ম্যাচগুলোতেও সেটা করার চেষ্টা করব। জাপানের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু সহজ হবে না। ওরা ভালো টিম। আমাদের যথেষ্ট চাপে রাখবে।’

কোয়ার্টার ফাইনাল নিয়ে এখনও ভাবতে রাজি নন ভারতীয় প্লেয়াররা। গ্রুপে দু’নম্বরে শেষ করতে পারলে কিছুটা হলেও সুবিধা পাবে ভারত। সেই তাগিদেই জাপান ম্যাচে নামবেন মনপ্রীতরা।

ভারতীয় টিমের ক্যাপ্টেনের কথায়, ‘অলিম্পিক এখনও শেষ হয়নি। আর্জেন্টিনার মতো টিমের বিরুদ্ধে আমরা সেরাটা দিয়েছি। প্রচুর সুযোগ তৈরি করেছি। সুযোগগুলো মিস না করলে কিন্তু আরও বেশি গোল করতে পারতাম। তবে ভালো দিক হল, ডিফেন্সেও অনেক উন্নতি করেছি। তবে আর্জেন্টিনাকে যে আমরা হারিয়েছি, সেটা ভুলে যেতে হবে। সামনে তাকাতে হবে।’

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020 : সোনাজয়ী আর্জেন্তিনাকে হারিয়ে কোয়ার্টারে ভারত

অলিম্পিকের আরও খবর জানতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০