TOKYO OLYMPICS 2020 : মেসির দেশকে হারিয়ে কোয়ার্টারে ভারত
সোনাজয়ী আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। গ্রুপে অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রাহাম রিডের কোচিংয়ে এই ভারত যেন একেবারে বদলে গিয়েছে।
টোকিওঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে হার যেন বদলে দিয়েছে ভারতের বডি ল্যাঙ্গোয়েজই। মনপ্রীত-রুপিন্দর পাল সিংরা তারপর দুটি ম্যাচে যে দাপটের সঙ্গে জিতল,তাতে অনেক বিশেষজ্ঞই মনে করছেন এই ভারতকে রোখা কঠিন। এদিন গত অলিম্পিকে সোনাজয়ী আর্জেন্তিনাকে ৩-১ গোলে উড়িয়ে শেষ আটের টিকিট কনফার্ম করল ভারতীয় হকি দল।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। প্রথম দুটি কোয়ার্টারে শক্তিশালী আর্জেন্তিনার সঙ্গে কড়া টক্কর দিচ্ছিলেন মনপ্রীতরা। গোলের মুখ কেউই খুলতে পারেনি। এদিন প্রথম দুটি কোয়ার্টারে গোলরক্ষক শ্রীজেশ ছিলেন অপ্রতিরোধ্য। আর্জেন্তিনার অ্যাটাকিং ফোর্স বারবার ব্যর্থ হচ্ছিল শ্রীজেশের সেভের কাছে।
তৃতীয় কোয়ার্টারেই অক্সিজেন পেল ভারত। বরুণ কুমারের গোলে তৃতীয় কোয়ার্টারে ১-০ ফলে এগিয়ে যায় মেন ইন ব্লু।
চতুর্থ কোয়ার্টারের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ক্যাসেলার গোলে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্তিনা। আর তার ঠিক পরেই জ্বলে ওঠে ভারত। আর্জেন্তিনা সমতায় ফেরার ১০ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন বিবেক সাগর প্রসাদ। ১ মিনিটের মধ্যে ভারতের হয়ে গোলের ব্যবধান বাড়ান হরমনপ্রীত সিং। ডিফেন্ডার হরমনপ্রীত সিংয়ের চলতি অলিম্পিকে ৩টি গোল হয়ে গেল ভারতের জার্সিতে।
সোনাজয়ী আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। গ্রুপে অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রাহাম রিডের কোচিংয়ে এই ভারত যেন একেবারে বদলে গিয়েছে।
অলিম্পিকের আরও খবর জানতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০