TOKYO OLYMPICS 2020 : লজ্জা কাটিয়ে জয়ে ফিরল ভারত
৯ পয়েন্ট নিয়ে পুল এ-তে এক নম্বরে অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
টোকিওঃ জয়ে ফিরল ভারত। হকিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার ৭-১ গোলে হার কাটিয়ে স্পেনের বিরুদ্ধে ফের জয়ের সরণীতে ভারত। স্পেনকে ৩-০ গোলে হারিয়ে ফের জয়ের মুখ দেখল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশজনক পারফরম্যান্সের লজ্জা কাটিয়ে রুপিন্দর-সিমরনজিতরা জ্বলে উঠলেন এই ম্যাচে। জোড়া রুপিন্দরের।
এদিন প্রথম কোয়ার্টারেই স্পেনের ডিফেন্স তছনছ করে দেন মনপ্রীত সিংরা। প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১৪ মিনিটে সিমরনজিত সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ১ মিনিটের ব্যবধানে ফের গোল। এবার গোলদাতা রুপিন্দর পাল সিং। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা শুরু স্পেনের। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ভারতকে পাল্টা চাপে রাখছিল স্পেন। তিনকাঠির তলায় দুরন্ত পারফরম্যান্স ভারতের গোলরক্ষক শ্রীজেশের। পেনাল্টি কর্নার থেকে ৪টি ও বাকি ২টি ফিল্ড গোল বাঁচিয়ে ভারতকে ম্যাচে জিইয়ে রাখেন শ্রীজেশ।
ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ফের গোল রুপিন্দর পাল সিংয়ের। জয় নিশ্চিত করে ভারত। ৩-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত করেছে মনপ্রীত সিংয়ের দল। গ্রুপের পরের ম্যাচ আর্জেন্তিনার বিরুদ্ধে। এদিন আর্জেন্তিনা আবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। ৯ পয়েন্ট নিয়ে পুল এ-তে এক নম্বরে অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের গ্রুপের শেষ ম্যাচ রয়েছে জাপানের সঙ্গে। যারা এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি।
অলিম্পিকের আরও খবরের জন্য ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক২০২০