করোনার প্রতিষেধক নিয়ে চিন্তায় ওয়াডা
ডোপিং নিয়ে ওয়াডা বরাবরই অত্যন্ত সতর্ক। পাশাপাশি, করোনা পরিস্থিতির মধ্যে অ্যাথলিটদের স্বাস্থ্য নিয়েও ভাবতে হচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে ওয়াডা।
TV9 বাংলা ডিজিটাল – অলিম্পিকে (Olympics) নামার আগে করোনার প্রতিষেধক (covid vaccines) ব্যবহার করতে পারেন অ্যাথলিটরা। যাতে করোনায় আক্রান্ত না হন তাঁরা। কিন্তু সেই ভ্যাকসিন কি নিরাপদ? এ নিয়ে আপাতত প্রশ্ন তুলে দিয়েছে খোদ বিশ্ব ডোপ বিরোধী সংস্থা বা ওয়াডা (WADA)। তারা খতিয়ে দেখবে, কী দিয়ে তৈরি হচ্ছে করোনার ভ্যাকসিন। তার পর অনুমতি মিলবে ওই প্রতিষেধক ব্যবহারের।
WADA clarifies position on #COVID19 vaccines ⤵️https://t.co/mOtgiCGuCP
— WADA (@wada_ama) December 11, 2020
ওয়াডার তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে, যা ব্যবহার করলে ডোপিংয়ের দায়ে পড়তে হয় অ্যাথলিটদের। করোনার ভ্যাকসিনে তেমন কিছু আছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক বিবৃতিতে শুক্রবার ওয়াডা বলেওছে, ‘ওয়াডা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। করোনার প্রতিষেধক কতটা নিরাপদ, তা খতিয়ে দেখবে ডোপ বিরোধী সংস্থা। যাতে অ্যাথলিটদের ওই প্রতিষেধক ব্যবহার করতে কোনও অসুবিধা না হয়।’
আরও পড়ুন – ঋদ্ধিমান নাকি ঋষভ, ধন্দে টিম ম্যানেজমেন্ট
ডোপিং নিয়ে ওয়াডা বরাবরই অত্যন্ত সতর্ক। পাশাপাশি, করোনা পরিস্থিতির মধ্যে অ্যাথলিটদের স্বাস্থ্য নিয়েও ভাবছে তারা। আর সেই কারণে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ওয়াডা। অলিম্পিকের মতো ইভেন্টে কোনও ভাবেই যাতে ডোপিং নিয়ম ভাঙা না হয়, সে ব্যাপারেও চিন্তিত তারা। ওয়াডা বলেছে, ‘অলিম্পিকের আসরে কোনও ভাবেই যাতে ডোপিং নিয়ম ভাঙা না হয়, সে ব্যাপারে আমরা যথেষ্ট চিন্তিত। যদিও আমরা মনে প্রাণে বিশ্বাস করি, করোনার ভ্যাকসিন কোনও ভাবেই ডোপিং আইনের বিরুদ্ধে যাবে না।’