“নিয়ম মেনেছি কঠোরভাবে,তারপরেও কিভাবে ঢুকল ভাইরাস?”

কঠোরভাবে মেনে চলতাম জৈব সুরক্ষা বলয়ের যাবতীয় নিয়ম। এমনকি নিয়মিত হাত ধোয়া বা স্যানিটাইজেশন করতাম আমরা। মাস্ক ছাড়া কোনওদিন বেরোইনি আমরা ঘর থেকে। এমনকি টিম লাঞ্চ হোক বা ডিনার মাস্ক হাজির হতেন না কেউই। শুধু তাই নয়, টিম মিটিংয়েও সবার মুখেই থাকত মাস্ক।

নিয়ম মেনেছি কঠোরভাবে,তারপরেও কিভাবে ঢুকল ভাইরাস?
Follow Us:
| Updated on: May 06, 2021 | 4:51 PM

নয়াদিল্লিঃ করোনা (CORONA VIRUS) কিভাবে ছড়িয়ে পড়ল তাঁদের অন্দরে, এখনও ভেবে উঠতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদের বাঁহাতি পেসার খলিল আহমেদ (KHALEEL AHMED)। ভারতীয় দলের সদস্য খলিল সানরাইজার্সের নিয়মিত সদস্য। করোনার অতিমারিতে বন্ধ আইপিএল (IPL POSTPONED)। আক্রান্ত তাঁর দলের অন্যতম সদস্য ঋদ্ধিমান সাহা। সেদিনই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় এবারের আইপিএল(IPL2021)।

কিন্তু কিভাবে আক্রান্ত হলেন তাঁর দলের সতীর্থ ঋদ্ধি, ভেবেই পাচ্ছেন না খলিল আহমেদ। খলিলের কথায়, ” আমরা কঠোরভাবে পালন করছিলাম নিয়ম। ম্যাচ বা অনুশীলন ছাড়া কখনই কোনও ক্রিকেটারের সঙ্গে দেখা হতনা। হোটেলে যে যাঁর নিজেদের ঘরেই বন্দি ছিলাম আমরা। কঠোরভাবে মেনে চলতাম জৈব সুরক্ষা বলয়ের যাবতীয় নিয়ম। এমনকি নিয়মিত হাত ধোয়া বা স্যানিটাইজেশন করতাম আমরা। মাস্ক ছাড়া কোনওদিন বেরোইনি আমরা ঘর থেকে। এমনকি টিম লাঞ্চ হোক বা ডিনার মাস্ক হাজির হতেন না কেউই। শুধু তাই নয়, টিম মিটিংয়েও সবার মুখেই থাকত মাস্ক।এত কিছু মানার পরেও কিভাবে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়ল করোনা ভাইরাস, বুঝেই উঠতে পারছি না।”

এদিনই নয়াদিল্লি থেকে নিজের রাজ্য রাজস্থানে পৌঁছলেন খলিল আহমেদ। ওয়ার্নারদের দলের বাঁহাতি পেসারের দাবি, ” মঙ্গলবার প্রথমে আমাদের টিম ম্যানেজমেন্টের এক সদস্য এসে আমাদের জানান, দলের একজনের রিপোর্ট পজিটিভ। তাই একদম ঘরে কোয়ারেন্টাইনে থাকো। কিছুক্ষণ পরেই ঘরে এসে দেওয়া হয় বিসিসিআইয়ের নির্দেশিকা। যেখানে বলা হয়, ব্যাগ গুছিয়ে নাও। বাড়ি যেতে হবে। আইপিএল স্থগিত।”

কেকেআরের বরুণ চক্রবর্তী থেকে সানরাইজার্সের ঋদ্ধিমান। কিংবা চেন্নাই সুপারকিংসের মাইকেল হাসি। একের পর এক সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ কি আইপিএলে মানা হয়েছিল কোভিডের নিয়ম বিধি। খোদ বিসিসিআই সভাপতিও কারন খুঁজে পাচ্ছেন না, কিভাবে ক্রিকেটাররা এই জৈব সুরক্ষা বলয়ে আক্রান্ত হলেন। সব মিলিয়ে আইপিএল স্থগিত হওয়ার পর এখন করোনা কিভাবে প্রবেশ করল, সেটা নিয়েই শুরু কাঁটাছেড়া।