অ্যামাজ়ন ফ্যাব ফেস্ট: দাম কমেছে ওয়ানপ্লাস-স্যামসাং-শাওমি এবং ওপ্পোর ফোনের

নো-কস্ট ইএমআই এবং ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার অপশনও থাকছে।

অ্যামাজ়ন ফ্যাব ফেস্ট: দাম কমেছে ওয়ানপ্লাস-স্যামসাং-শাওমি এবং ওপ্পোর ফোনের
রেডমি ৯এ, রেডমি ৯ প্রাইম, ওয়ানপ্লাস ৮টি, স্যামসাং গ্যালাক্সি এম২১ এবং আরও অনেক ফোনে রয়েছে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট।
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 4:20 PM

অ্যামাজ়ন ফ্যাব ফেস্ট শুরু হয়ে গিয়েছে ২২ মার্চ অর্থাৎ আজ থেকে। একাধিক স্মার্টফোনে রয়েছে অসংখ্য ছাড়। অনলাইন এই মার্কেটপ্লেসে আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে অফার। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গেও পার্টনারশিপ করেছে অ্যামাজ়ন। এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোন কিনলে বা ইএমআই ট্র্যানজাকশন করলে, ১০ শতাংশ সাশ্রয় করতে পারবেন ক্রেতারা। রেডমি ৯এ, রেডমি ৯ প্রাইম, ওয়ানপ্লাস ৮টি, স্যামসাং গ্যালাক্সি এম২১ এবং আরও অনেক ফোনে রয়েছে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট। এর পাশাপাশি থাকছে নো-কস্ট ইএমআই এবং ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার অপশনও।

কোন ফোন পাওয়া যাবে কত টাকায়

ওয়ানপ্লাস ৮টি- এই মডেলের লিস্টেড দাম ৪২,৯৯৯ টাকা। এই ফোনের ক্ষেত্রে অ্যামাজ়নের ফ্যাব ফেস্টে ২৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই মডেলের জন্য একটি কুপন কোড রাখা হয়েছে। এই কুপন কোড অ্যাপ্লাই করা যাবে ফোন কেনার ক্ষেত্রে। এই কুপনের সাহায্যে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিনি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৪০,৪৯৯ টাকায়। আর ১২জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৪৩,৪৯৯ টাকায়।

ওয়ানপ্লাস ৮ প্রো- এই মডেলের লিস্টেড দাম ৫৪,৯৯৯ টাকা। এই ফোনের ক্ষেত্রে ৩৫০০ টাকা ছাড় রয়েছে। এই মডেলের ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫১,৪৯৯ টাকা। আর ১২জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৪৯৯ টাকা।

ওয়ানপ্লাসের এই দু’টি মডেলেই থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনার অপশন পাবেন ক্রেতারা।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের নতুন আপডেট: নিয়ন্ত্রণ করা সম্ভব ভয়েস নোটের স্পিড

অফার থাকছে শাওমির বিভিন্ন ফোনেও। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ৬জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৪,৯৯৯ টকায়। আর ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। ২ হাজার টাকা দাম কমেছে এই ফোনের। অন্যদিকে রেডমি ৯ প্রাইমের ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা।

ওপ্পো এ৩১- এর ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৯৯০ টাকা। আর ৬জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯০ টাকা। ৩ হাজার টাকা দাম কমেছে এই ফোনের।

স্যামসাং গ্যালাক্সি এম৫১- এই মডেলের ৬জিবি র‍্যাম কনফিগারেশনের দাম ২২,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি র‍্যামের ফোনের দাম ২৪,৯৯৯ টাকা। ২ হাজার টাকা দাম কমেছে এই মডেলের।