অ্যাপেলের নতুন হেডফোন লঞ্চ হল ভারতে, কবে থেকে কেনা যাবে, দামই বা কত?

বছর শেষে নতুন চমক নিয়ে হাজির অ্যাপেল

অ্যাপেলের নতুন হেডফোন লঞ্চ হল ভারতে, কবে থেকে কেনা যাবে, দামই বা কত?
অ্যাপেলের নতুন ওভার-ইয়ার হেডফোন এয়ারপড ম্যাক্স
Follow Us:
| Updated on: Dec 10, 2020 | 12:25 PM

ভারতের বাজারে লঞ্চ হল অ্যাপেল এয়ারপড ম্যাক্স। বছর শেষে নতুন চমক নিয়ে হাজির অ্যাপেল সংস্থা। ওভার-ইয়ার এই হেডফোন আজ বুধবার ৮ ডিসেম্বর লঞ্চ হয়েছে ভারতের বাজারে। আগামী ১৫ ডিসেম্বরের ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের গ্যাজেট মার্কেটে পৌঁছে যাবে এই ওয়ারলেস হেডফোন। অ্যাপেলের অনলাইন স্টোরেও পাওয়া যাবে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হেডফোন।

  • ভারতের বাজারে অ্যাপেলের এই ওভার-ইয়ার ওয়ারলেস অত্যাধুনিক হেডফোনের দাম ৫৯,৯০০ টাকা।
  • আগামী ১৫ ডিসেম্বর থেকে অনলাইন এবং বিভিন্ন অ্যাপেল স্টোর থেকে কেনা যাবে এই হেডফোন।
  • স্মার্ট কেসের ভিতর সাজানো থাকবে এই হেডফোন। চার্জ দেওয়ার জন্য থাকবে ইউএসবি-সি কেবল।
  • গোলাপি, সবুজ, নীল, স্পেস গ্রে (ধূসর) এবং রুপোলি রঙয়ে পাওয়া যাবে এই হেডফোন।

আরও পড়ুন- প্রথমবার হেডফোন কিনছেন? কী কী মনে রাখবেন

কী কী বৈশিষ্ট্য রয়েছে অ্যাপেলের এই হেডফোনে

১। ওভার-ইয়ার এই হেডফোনে থাকবে একটি স্টেনলেস স্টিলের ব্যান্ড। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন মতো সেটা মাথার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন।

২। উন্নতমানের এই হেডফোনের ডিজাইন যেমন চমৎকার তেমনই এর অডিও কোয়ালিটিও দুরন্ত। ভাল অডিও শোনার জন্য রয়েছে উচ্চমানে সফটওয়্যার।

৩। একবার চার্জ দিলে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই হেডফোন। আর ৫ মিনিট চার্জ দিলে ৩০মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

৪। অ্যাপেলের এয়ারপড ম্যাক্সে রয়েছে অ্যালুমিনিয়াম ইয়ারকাপ। যার মধ্যে থাকবে মোট ন’টি মাইক্রোফোন। এর মধ্যে আটটি কাজ করবে অ্যাকটিভ নয়েস ক্যানসেলেশন বা এএনসি হিসেবে। অর্থাৎ বাইরের কোনও আওয়াজ ভিতরে ঢুকতে দেবে না এই মাইক্রোফোনগুলি।