অ্যাপেল আর্কেডে যুক্ত হয়েছে ৩০টিরও বেশি নতুন গেম, রয়েছে দু’টি নতুন গেম-ক্যাটেগরিও
যে দুটো নতুন ক্যাটেগরি অ্যাপেল আর্কেডে যুক্ত হয়েছে, সেগুলি হল Timeless Classics এবং App Store Greats।
অ্যাপেল আর্কেডে যুক্ত হয়েছে ৩০টিরও বেশি নতুন গেম। নিজেদের গেম ক্যাটালগ বাড়িয়েছে অ্যাপেল আর্কেড। শুধু নতুন গেম নয়, যুক্ত হয়েছে দু’টি নতুন গেম ক্যাটেগরিও। এর ফলে ইউজাররা সহজেই নিজেদের পছন্দের গেম খুঁজে বের করে নিতে পারবেন। গেমিং সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু অফার। অ্যাপেলের তরফে যেসব সুবিধা ইউজারদের দেওয়া হচ্ছে সেগুলি হল- নো অ্যাডস অর্থাৎ কোনও বিজ্ঞাপন নেই। ফুললি আনলকড গেমস। অর্থাৎ কোনও গেম লক করা নেই। নো ইন-আপ পারচেজ। অর্থাৎ অ্যাপেল ইউজারদের ক্ষেত্রে অ্যাপেল আর্কেড অ্যাপ থাকলেই গেম খেলতে পারবেন গেমাররা। আলাদা করে টাকাপয়সা দিয়ে গেম কিনতে হবে না। এর পাশাপাশি একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে একসঙ্গে ছয় জনের গেম খেলার সুবিধাও পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন- বন্ধ হতে চলেছে পাবজি লাইট, কী বলছে গেম নির্মাণ সংস্থা ক্র্যাফটন?
এবার দেখে নেওয়া যাক অ্যাপেল আর্কেডে যেসব নতুন গেম যুক্ত হয়েছে, সেই তালিকায় কী কী গেম রয়েছে।
অ্যাপেল আর্কেড ক্যাটালগে যুক্ত হয়েছে NBA 2K21 Arcade Edition, Star Trek: Legends, The Oregon Trail— এই তিনটি গেম। এছাড়াও রয়েছে আরও অনেক গেম। যে দুটো নতুন ক্যাটেগরি অ্যাপেল আর্কেডে যুক্ত হয়েছে, সেগুলি হল Timeless Classics এবং App Store Greats। অ্যাপেল আর্কেডে এখন মোট ১৮০-টিরও বেশি গেম রয়েছে।
অ্যাপেল আর্কেডে যে দু’টি নতুন ক্যাটেগরি যুক্ত হয়েছে সেখানে Timeless Classics category- তে সেইসব গেম রাখা হয়েছে যেসব গেমের বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে। এই ক্যাটেগরিতে রয়েছে Good Sudoku by Zach Gage, Chess — Play & Learn, Backgammon— এই জাতীয় গেম। আর দ্বিতীয় ক্যাটেগরি অর্থাৎ App Store Greats- এর মধ্যে রয়েছে অ্যাওয়ার্ড জিতে নেওয়া বিভিন্ন গেম যেমন- Threes!, Mini Metro, Fruit Ninja Classic— এইসব গেম। এর আগে অ্যাপেল আর্কেডে কেবলমাত্র একটিই ক্যাটেগরি ছিল। তার নাম ছিল আর্কেড অরিজিনালস।
অ্যাপেল আর্কেড সাবস্ক্রিপশন- এই গেমিং সার্ভিস শুরু হচ্ছে মাসিক ৯৯ টাকার প্যাক অথবা বছরে ৯৯ টাকার প্যাক দিয়ে। দ্বিতীয় ক্ষেত্রে আবার একমাস ফ্রি ট্র্যায়ালের জন্য পাওয়া যায়। যাঁরা নতুন আইফোন, আইপ্যাড, আইপড টাচ, ম্যাক কিংবা অ্যাপেল টিভি কিনেছেন, তাঁরা তিনমাসের জন্য অ্যাপেল আর্কেড ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইউজাররা অ্যাপেল ওয়ান প্ল্যানের আওতায় ব্যক্তিগত ভাবে ১৯৫ টাকায় কিংবা পরিবারের জন্য ৩৬৫ টাকার সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে পারবেন।