জিওগেমস আর Qualcomm- এর ইস্পোর্টস টুর্নামেন্ট, থাকছে ‘কল অফ ডিউটি’ চ্যালেঞ্জ
জিওর ওয়েবসাইটে গেলেই এই ইস্পোর্টস টুর্নামেন্ট প্রসঙ্গে যাবতীয় তথ্য পেয়ে যাবেন গেমাররা।
রিলায়েন্স জিওর গেমিং ডিভিশন জিওগেমস- এর তরফে নতুন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা করা হয়েছে। মূলত স্মার্টফোনে যাঁরা গেম খেলেন তাঁদের জন্যই এই আয়োজন। ইতিমধ্যেই এই ই-স্পোর্টস টুর্নামেন্টের জন্য বিশ্বের অন্যতম তাবড় semiconductor সংস্থা Qualcomm- এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জিওগেমস। গেমাররা যাতে ‘সুপিরিয়র গেমিং এক্সপিরিয়েন্স’ পান তার জন্যই আগামী বছর বেশ কয়েকটি ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করবে জিওগেমস এবং Qualcomm।
আরও পড়ুন- অ্যাপেল আর্কেডে যুক্ত হয়েছে ৩০টিরও বেশি নতুন গেম, রয়েছে দু’টি নতুন গেম-ক্যাটেগরিও
প্রাথমিক ভাবে একটি ই-স্পোর্টস টুর্নামেন্টের নাম এর মধ্যেই ঘোষণা করেছে জিওগেমস। সেই টুর্নামেন্টের নাম ‘কল অফ ডিউটি মোবাইল এসেস ইস্পোর্টস চ্যালেঞ্জ’। Qualcomm অথবা ‘Qualcomm CDMA Technologies Asia-Pacific Pvt. Ltd’- এই সংস্থা আবার এই ইস্পোর্টস টুর্নামেন্টের টাইটেল স্পনসর হিসেবে ইতিমধ্যেই ২৫ লক্ষ টাকার প্রাইজ-পুলও ঘোষণা করে দিয়েছে।
জেনে নিন ‘কল অফ ডিউটি মোবাইল এসের ইস্পোর্টস চ্যালেঞ্জ’- এর খুঁটিনাটি
ভারতে ইস্পোর্টস- এর প্রচলন এবং তাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে জিওগেমস। আগ্রহী গেমাররা যাতে অভ্যাসের মাধ্যমে নিজেদের গেমিং এবিলিটির উন্নতি করতে পারেন, সেই জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত সোলো রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন চলবে। আর 5v5 team registrations অর্থাৎ পাঁচজন করে দল বানিয়ে খেলার জন্য রেজিস্ট্রেশন চালু থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।
জানা গিয়েছে, রেজিস্ট্রেশন শেষ হলে ১১ জুন কোয়ালিফায়িং রাউন্ড আর ২০ জুন ফাইনাল রাউন্ড খেলা হবে। জিও ইউজার না হলেও জিওর ওয়েবসাইটে গিয়ে যেকোনও আগ্রহী গেমার রেজিস্ট্রেশন করাতে পারবেন। রেজিস্ট্রেশন বা এই গেম টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কোনও টাকাপয়সা দিতে হবে না গেমারদের।
জিওর ওয়েবসাইটে গেলেই এই ইস্পোর্টস টুর্নামেন্ট প্রসঙ্গে যাবতীয় তথ্য পেয়ে যাবেন গেমাররা।