2023 Komaki SE: জনপ্রিয় Komaki ই-স্কুটার হাজির নয়া অবতারে, দাম 96,968 টাকা, এক চার্জে 150-180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ

Komaki SE রেঞ্জের মোট তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে- ইকো, স্পোর্ট এবং স্পোর্ট পারফরম্যান্স আপগ্রেড। নতুন অবতারে হাজির হওয়ার পর এই স্কুটারটির ইকো মডেল 75-90 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

2023 Komaki SE: জনপ্রিয় Komaki ই-স্কুটার হাজির নয়া অবতারে, দাম 96,968 টাকা, এক চার্জে 150-180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ
আপগ্রেডেড ফিচারের নতুন Komaki SE।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 7:18 PM

Latest E-Scooter: ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ Komaki তার জনপ্রিয় একটি ই-স্কুটার আপডেট করেছে। সেই Komaki SE ই-স্কুটারটি এখন একাধিক নতুন প্রযুক্তি ও ফিচার সহযোগে হাজির হয়েছে। 2023 Komaki SE-র দাম শুরু হচ্ছে 96,968 টাকা থেকে। এখন এই ইলেকট্রিক স্কুটারে LiFePO4 অর্থাৎ লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দেওয়া হয়েছে। Komaki SE রেঞ্জের মোট তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে- ইকো, স্পোর্ট এবং স্পোর্ট পারফরম্যান্স আপগ্রেড। নতুন অবতারে হাজির হওয়ার পর এই স্কুটারটির ইকো মডেল 75-90 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। অন্য দিকে নতুন ইলেকট্রিক স্কুটারের স্পোর্ট এবং স্পোর্ট পারফরম্যান্স আপগ্রেড মডেলটি যথাক্রমে 110-140 কিলোমিটার এবং 150-180 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।

2023 Komaki SE: দাম ও অন্যান্য তথ্য

Komaki SE ইকো মডেলের দাম 96,968 টাকা, Komaki SE স্পোর্টের দাম 1,29,938 টাকা এবং Komaki SE স্পোর্ট পারফরম্যান্স আপগ্রেড ভার্সনের দাম 1,38,427 টাকা। এদের মধ্যে ইকো মডেলটির সর্বাধিক স্পিড 55-60 কিলোমিটার, স্পোর্ট ও স্পোর্ট পারফরম্যান্স আপগ্রেড মডেলের স্পিড 75-80 কিলোমিটার। ইলেকট্রিক স্কুটারটির প্রতিটি মডেলেই এখন 3kW হাব মোটর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে একটি LiFePO4 ব্যাটারির সঙ্গে। এই ব্যাটারি সম্পূর্ণ রূপে চার্জ হতে সময় নেয় 4-5 ঘণ্টা। মোট তিনটি রাইড মোড রয়েছে স্কুটারটির- ইকো, স্পোর্ট এবং টার্বো। এখন এই ই-স্কুটারে একটি 20 লিটারের বুট দেওয়া হয়েছে।

2023 Komaki SE: ফিচার

2023 Komaki SE ইলেকট্রিক স্কুটারের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে পার্কিং অ্যাসিস্ট, ক্রুজ় কন্ট্রোল এবং রিভার্স অ্যাসিস্ট। রয়েছে LED ফ্রন্ট উইঙ্কার্স এবং LED DRL। ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম, কিলেস অপারেশন এবং অ্যান্টি-স্কিড প্রযুক্তি দেওয়া হয়েছে স্কুটারটিতে। নতুন Komaki SE-র ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য যে TFT স্ক্রিন রয়েছে, তা এখন অনবোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম, কলিং অপশন সহ একাধিক ফিচার অফার করছে।

2023 Komaki SE: কোম্পানি কী বলছে

কোমাকি ইলেকট্রিক ডিভিশনের ডিরেক্টর গুঞ্জন মালহোত্রা বলছেন, “দেশের ইলেকট্রিক স্কুটার ক্রেতাদের মধ্যে অন্যতম পছন্দের মডেল হয়ে উঠেছে Komaki SE। একাধিক আপগ্রেডেড ফিচারের সঙ্গে এখন এই নতুন মডেলটি আরও অনেক গ্রাহকের কাছে আকর্ষণীয় ই-স্কুটার হয়ে উঠবে। তার থেকেও বড় কথা, যাঁরা নিরাপদ এবং পরিচ্ছন্ন রাইডিংয়ের সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য চমৎকার অপশন হতে চলেছে 2023 Komaki SE।”