Aprilia RS 457 ভারতে আসছে 20 সেপ্টেম্বর, দাম ও ফিচার্স কেমন হবে?
Aprilia RS 457 বাইকটিতে রয়েছে নতুন ভাবে ডেভেলপ করা 457cc, টুইন সিলিন্ডার, লিক্যুইড কুলড, DOHC ইঞ্জিন, যা টিউন করা হয়েছে 47 bhp-এর জন্য। এই ইঞ্জিনটি পেয়ার করা হয়েছে একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। সাসপেনশন ডিউটি হ্যান্ডেলের জন্য বাইকের সামনে রয়েছে USD ফ্রন্ট ফর্ক।

ইতালিয়ান টু-হুইলার প্রস্তুতকারক Piaggio ভারতে নতুন স্পোর্টবাইক নিয়ে আসছে, যার নাম Aprilia RS 457। বুধবার, 20 সেপ্টেম্বর, 2023 এই বাইকটি লঞ্চ করা হবে। একটি বিশেষ ইভেন্টের মধ্যে দিয়ে মোটরসাইকেলটির পর্দা উন্মোচিত হবে। চলতি মাসের শুরুতেই ইতালিতে ব্র্যান্ডের টেকনিক্যাল হেডকোয়ার্টারে Aprilia RS 457 লঞ্চ করা হয়েছিল। তারপরই তা ভারতের বাজারে আসছে। Aprilia RS 457 বাইকটি দেখতে অনেকটাই বেবি RS 660-এর মতো। সেই বাইকটিও ভারত ও ইতালিতে ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারার টিম তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, Aprilia RS 457-এর ভারতীয় মডেলটি কেমন হতে চলেছে, ইতালিয়ান ভ্যারিয়েন্টের থেকে তা কতটা আলাদা হতে চলেছে, তার বুকিং ও ডেলিভারি সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Aprilia RS 457 মোটরবাইকটির লুক ও ডিজ়াইন অনেকটাই বহৃত্তর RS পরিবারের মতো। রয়েছে LED হেডল্যাম্প, সিগনেচার LED DRL এবং ট্রান্সপারেন্ট ভাইসর স্ট্যান্ড। লো-সেট ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং রিয়ার-সেট ফুটপেগও রয়েছে বাইকটিতে স্পোর্টি রাইডিং পসচারের জন্য। এছাড়া বাইকটিতে রয়েছে TFT কনসোল ও তার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি, অল-এলইডি লাইটিং এবং একটি অ্যালুমিনিয়াম ফ্রেম।
পাওয়ারের জন্য এই Aprilia RS 457 বাইকটিতে রয়েছে নতুন ভাবে ডেভেলপ করা 457cc, টুইন সিলিন্ডার, লিক্যুইড কুলড, DOHC ইঞ্জিন, যা টিউন করা হয়েছে 47 bhp-এর জন্য। এই ইঞ্জিনটি পেয়ার করা হয়েছে একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। সাসপেনশন ডিউটি হ্যান্ডেলের জন্য বাইকের সামনে রয়েছে USD ফ্রন্ট ফর্ক এবং পিছনে একটি মনোশক দেওয়া হয়েছে। ব্রেকিং পারফরম্যান্সের জন্য বাইকের দুই প্রান্তেই রয়েছে ডিস্ক ব্রেক। রাইডার এইডসে দেওয়া হয়েছে ডুয়াল-চ্যানেল ABS, থ্রি-লেভেল ট্র্যাকশন কন্ট্রোল, তিনটি রাইড মোড এবং অ্যাক্সেসারি হিসেবে কুইকশিফ্টার। বাইকটি চালিত হচ্ছে 17 ইঞ্চির অ্যালয় হুইলের সাহায্যে, যার টায়ারের সোর্স TVS ইউরোগ্রিপ থেকে নেওয়া হয়েছে।
Aprilia RS 457 বাইকের দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে, ইতালিয়ান ভ্যারিয়েন্টের থেকে তার দাম কমই হবে বলে খবর। তার কারণ বাইকটি দেশেই তৈরি করা হচ্ছে। মনে করা হচ্ছে, Aprilia RS 457-এর দাম 4-4.5 লাখের (এক্স-শোরুম) মধ্যেই রাখা হবে। আর সেই দামে বাইকটি টক্কর দেবে KTM RC 390, Kawasaki Ninja 400 এবং আসন্ন Yamaha YZF-R3-এর সঙ্গে।





