11 অগস্ট ভারতে আসছে Ather 450S ইলেকট্রিক স্কুটার, দাম ও ফিচার্স জেনে নিন

Ather 450S: 129,999 টাকায় এই ইলেকট্রিক স্কুটারটি আপনি ক্রয় করতে পারবেন। স্কুটারের হাই-এন্ড সহ অন্যান্য ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি। পাশাপাশি স্কুটারটির ডিজ়াইন সংক্রান্ত খুঁটিনাটি তথ্যও এখনও পর্যন্ত জানায়নি Ather Energy।

11 অগস্ট ভারতে আসছে Ather 450S ইলেকট্রিক স্কুটার, দাম ও ফিচার্স জেনে নিন
বাজারে আসছে Ather 450S ই-স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 1:42 PM

Ather Energy দেশের মার্কেটে একটি চমৎকার ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে, যার নাম Ather 450S। স্কুটারের দামও সংস্থার তরফে ইতিমধ্যে জানানো হয়েছে। 129,999 টাকায় এই ইলেকট্রিক স্কুটারটি আপনি ক্রয় করতে পারবেন। স্কুটারের হাই-এন্ড সহ অন্যান্য ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি। পাশাপাশি স্কুটারটির ডিজ়াইন সংক্রান্ত খুঁটিনাটি তথ্যও এখনও পর্যন্ত জানায়নি Ather Energy।

Ather জানিয়েছে, তাদের নতুন Ather 450S স্কুটারে থাকছে একটি ভিন্ন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। LCD প্যানেল দেওয়া হচ্ছে এবং তাতে একাধিক কানেক্টিভিটি ও নেভিগেশনাল ফিচার্স থাকছে। তবে ক্লাউড কানেক্টিভিটি না থাকলেও এই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হচ্ছে গুগল ম্যাপ ফাংশনালিটি এবং ব্লুটুথ কানেক্টিভিটির মতো জরুরি ফিচার। এই স্কুটারের আর একটি চমৎকার ফিচার হল স্ক্রিন কন্ট্রোল করার জন্য জয়স্টিক।

Ather 450S ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে 115 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। স্কুটারের সর্বাধিক স্পিড 90 Kmph। যদিও এই ইলেকট্রিক স্কুটারের বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানির তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। Ather 450X ই-স্কুটারের মতো 450S মডেলটিতেও থাকছে একই মোটর। সেই ইলেকট্রিক মোটরটি 8.58 bhp পিক টর্ক এবং 26 Nm সর্বাধিক টর্ক দিতে পারে।

3 অগস্ট Ather 450S ইলেকট্রিক স্কুটারের প্রথম ঝলকটি দেখানো হয়েছে। 11 অগস্ট এই স্কুটারটি বাজারে অফিসিয়ালি লঞ্চ করা হবে। খুব সম্ভবত সেই দিন থেকেই স্কুটারটির বিক্রিবাট্টা এবং ডেলিভারিও শুরু হয়ে যাবে। Ather 450S ই-স্কুটারটি টক্কর দিতে পারে Ola S1 Air এর সঙ্গে। এখন দেখার এই স্কুটার বাজারে এলে সেটি কেমন ফিচার ও স্পেসিফিকেশন অফার করে।