23 অগস্ট ভারতে আসছে TVS Entorq ইলেকট্রিক স্কুটার, ফিচার কেমন হতে পারে, দেখে নিন

TVS iQube ই-স্কুটারে যে সব প্র্যাক্টিক্যাল ফিচার্স ছিল, সেই সবকিছুই থাকতে পারে এই স্পোর্টি Entorq ইলেকট্রিক স্কুটারটিতে। বাজারে টিভিএসের এই মডেলটি লঞ্চ হয়ে গেলে তা টক্কর দিতে পারে Ather 450X, Simple One এবং Ola S1 Pro এই সব ইলেকট্রিক স্কুটারের সঙ্গে।

23 অগস্ট ভারতে আসছে TVS Entorq ইলেকট্রিক স্কুটার, ফিচার কেমন হতে পারে, দেখে নিন
নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে TVS।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 3:57 PM

TVS খুব শীঘ্রই একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে দেশের বাজারে। সম্প্রতি সেই ই-স্কুটারের একটি টিজ়ারও প্রকাশ করেছে সংস্থাটি। TVS Creon বেসড সেই ইলেকট্রিক স্কুটারে দেখা গিয়েছে একটি ভার্টিকল হেডলাইট। পাশাপাশি স্কুটারটির স্কাল্পটেড অ্যাপ্রন প্যানেল ও দেখা গিয়েছে সেই টিজ়ারে।

2018 সালে অটো এক্সপোতে TVS Creon ইলেকট্রিক স্কুটারের কনসেপ্ট মডেলটি প্রথম বার দেখা গিয়েছিল। সেই সময়ই এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কিত একাধিক তথ্য জানা গিয়েছিল। সেই সব কিছু থেকেই মনে করা হচ্ছে, ই-স্কুটারটি TVS Creon ভিত্তিক হলেও আদতে তা TVS Ntorq 125 এর আদ্যোপান্ত ইলেকট্রিক ভার্সন হতে চলেছে। জানা গিয়েছে, সেই ইলেকট্রিক স্কুটারের নাম হতে পারে Entorq।

এক মাস আগে এই টিভিএস ইলেকট্রিক স্কুটারের প্রথম ঝলক দেখিয়েছিল সংস্থাটি। সেখানেও মডেলটির ভার্টিকল হেডলাইট দেখা গিয়েছিল। যাঁরা এই ই-স্কুটার সম্পর্কে অবগত নন, তাঁদের জেনে রাখা উচিত Creon ইলেকট্রিক স্কুটারে চমৎকার স্পোর্টি ডিজ়াইন ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, যাতে একজোড়া স্পার বিম ফ্রেম রয়েছে। 11.76kW মোটর থাকতে পারে স্কুটারটিতে, যা এটিকে 0-60 সেকেন্ডের মধ্যেই অ্যাক্সিলারেট করতে দেবে।

এদিকে TVS iQube ই-স্কুটারে যে সব প্র্যাক্টিক্যাল ফিচার্স ছিল, সেই সবকিছুই থাকতে পারে এই স্পোর্টি Entorq ইলেকট্রিক স্কুটারটিতে। বাজারে টিভিএসের এই মডেলটি লঞ্চ হয়ে গেলে তা টক্কর দিতে পারে Ather 450X, Simple One এবং Ola S1 Pro এই সব ইলেকট্রিক স্কুটারের সঙ্গে। এখন দেখার 23 অগস্ট কেমনতর ইলেকট্রিক স্কুটার নিয়ে আসে টিভিএস, যার অপেক্ষা মানুষ দীর্ঘ পাঁচ বছর ধরে করে যাচ্ছেন।