4 অগাস্ট থেকে 10 হাজার টাকা বেড়ে যাচ্ছে এই বাইকের দাম, আগেই লুফে নিন অফার

Harley Davidson X440 Price Hike: 3 আগস্ট, এই বাইকের উপর অফার শেষ হচ্ছে। কারণ বুকিং উইন্ডো বন্ধ হয়ে যাবে। তারপর 4 আগস্ট থেকে, গ্রাহকদের Harley Davidson X440-এর জন্য আরও বেশি টাকা খরচ করতে হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, আপনি আর আগের টাকা দিয়ে বাইকটি কিনতে পারবেন না।

4 অগাস্ট থেকে 10 হাজার টাকা বেড়ে যাচ্ছে এই বাইকের দাম, আগেই লুফে নিন অফার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 2:17 PM

Harley Davidson X440 Price In India: হারলে ডেভিডসন (Harley Davidson) সম্প্রতি Hero MotoCorp-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। আর তারপরেই তার সবচেয়ে সস্তা মোটরসাইকেল Harley Davidson X440 লঞ্চ করেছে। হারলে ডেভিডসন X440টি প্রথমে 2,29,000 টাকায় বাজারে আনা হয়েছিল। গ্রাহকরা 5,000 টাকার টোকেন কেটে www.harley-davidsonX440.com-এ গিয়ে বুক করেতে পারবেন। 3 আগস্ট, এই বাইকের উপর অফার শেষ হচ্ছে। কারণ বুকিং উইন্ডো বন্ধ হয়ে যাবে। তারপর 4 আগস্ট থেকে, গ্রাহকদের Harley Davidson X440-এর জন্য আরও বেশি টাকা খরচ করতে হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, আপনি আর আগের টাকা দিয়ে বাইকটি কিনতে পারবেন না। তবে চলুন জেনে নেওয়া যাক এই নতুন বাইকের দাম কত বেড়েছে? বাইকটি কিনতে হলে, আপনাকে কত টাকা খরচ করতে হবে।

Hero MotoCorp তার Harley Davidson X440-এর নতুন দাম ঘোষণা করেছে। এই বাইকটির দাম 4 আগস্ট থেকে বাড়ানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর এক্স-শোরুম মূল্য 2,39,500 টাকা। এতে 10,500 টাকা বাড়ানো হল। সমস্ত ভ্যারিয়েন্টের দামে 10,000 টাকা বাড়বে। তাই আপনি যদি এই বাইকটি কিনতে চান, তাহলে 4 অগাস্টের আগেই এই বাইকের বুকিং করে ফেলুন।

MotoCorp-এর CEO নিরঞ্জন গুপ্তা জানিয়েছেন, Harley Davidson X440 লঞ্চের পর থেকে প্রচুর ভারতীয় গ্রাহকরা এই বাইকটির বুকিং করেছেন। তার সেই জনপ্রিয়তাকে তুলে ধরতেই এই বাইকের দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হল। 3 আগস্ট পর্যন্ত, গ্রাহকদের বেশি টাকা দিতে হবে না। তারা আগের দামেই কিনে ফেলতে পারবেন। কিন্তু 4 অগাস্টের পর আর এই অফার থাকবে না। অক্টোবর থেকে এই বাইকের ডেলিভারি শুরু হবে। যারা ইতিমধ্যেই বুক করে ফেলেছেন, তারা প্রথমে ডেলিভারি পাবেন।

পাওয়ার, লুক এবং ফিচার:

Harley Davidson X440-এ রয়েছে একটি 440cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং অয়েল কুলড ইঞ্জিন, যা 27 bhp পাওয়ার এবং 38 নিউটন মিটার পিকআপ টর্ক জেনারেট করে। এতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকে রয়েছে গোলাকার আকৃতির হেডলাইট, সার্কুলার ইন্ডিকেটর, এলইডি ডিআরএল বার, ওভাল টেইল্যাম্প, একটি শক্তিশালী ফুয়েল ট্যাঙ্ক, চওড়া ফ্ল্যাট হ্যান্ডেলবার এবং রিন্ড আকৃতির স্পিডোমিটার। এটি সিঙ্গেল সিট সেটআপ, ব্লুটুথ কানেকশন সহ TFT ডিসপ্লে, ডিস্ক ব্রেক, সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফাংশন, 18-ইঞ্চি সামনে এবং 17-ইঞ্চি পিছনের MRF টায়ার এবং ডুয়াল-চ্যানেল ABS সহ অনেকগুলি ফিচার রয়েছে।