Hero Xoom vs Honda Dio: দামের সামান্য ফারাক, লুক ও ফিচারের দিক থেকে স্কুটারের রাজা কে?
Hero Xoom ভারতের বাজারে লঞ্চ হয়েছে সম্প্রতি। দাম ও ফিচারের দিক থেকে দেখতে গেলে এই লেটেস্ট হিরো স্কুটারটি Honda Dio-র সঙ্গে দাম ও ফিচারের নিরিখে প্রায় উনিশ-বিশ ফারাকের। সেই ফারাকে কোন স্কুটারটি বাজিমাত করতে পারে, দেখে নেওয়া যাক।
Honda Dio vs Hero Xoom: দেশের বাজারে Hero সম্প্রতি একটি নতুন গাড়ি নিয়ে হাজির হয়েছে, যার নাম Xoom 110 স্কুটার। এটি Hero-র একটি নতুন স্পোর্টি স্কুটার, যা Maestro Edge, Pleasue Plus ইত্যাদি দুই স্কুটারের পাশাপাশি দাঁড়াতে পারে তার দাম ও বৈশিষ্ট্যের নিরিখে। তবে সবথেকে বেশি যে স্কুটারটির সঙ্গে Hero Xoom 110 স্কুটারটি টক্কর দিতে পারে, সেটি হল Honda Dio। ভারতের বাজারে হন্ডা-র এই স্কুটারটি খুবই জনপ্রিয়। তবে Xoom 110-এর সঙ্গে Honda Dio-র কী কী পার্থক্য রয়েছে, কোন কোন দিক থেকে হিরোর নতুন স্কুটারটি হন্ডা ডিও-কে টক্কর দিতে পারবে, সেই সব বিষয়গুলি জেনে নেওয়া যাক।
Hero Xoom vs Honda Dio: স্পেসিফিকেশন
দুটি স্কুটারেই পাওয়ারের জন্য 110 cc-র এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ফুয়েল ইঞ্জেক্টেড। এদের মধ্যে Xoom স্কুটারটি 8.05 bhp প্রোডিউস করে 7,250 rpm-এ এবং 5,750 rpm-এ 8.70 Nm পিক টর্ক আউটপুট দিতে পারে। অন্য দিকে Dio-র ইঞ্জিনটি 7.65 bhp প্রোডিউস করে 8,000 rpm-এ এবং 9 Nm পিক টর্ক আউটপুট দিতে পারে 4,750 rpm-এ।
Hero Xoom vs Honda Dio: ফিচার্স
Honda Dio স্কুটারটি ইক্যুইপ করা রয়েছে সাইলেন্ট স্টার্ট সিস্টেম, এক্সটার্নাল ফুয়েল lid, গ্যালোজেন, হেডল্যাম্প, অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচের সঙ্গে। এদিকে আবার স্কুটারটির ডিলাক্স ভ্যারিয়েন্টের সঙ্গে দেওয়া হয়েছে LED হেডল্যাম্প, সম্পূর্ণভাবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, রিয়্যাল-টাইম ফুয়েল এফিসিয়েন্সি এবং অ্যাভারেজ ফুয়েল এফিসিয়েন্সি এবং থ্রি-স্টেপ ইকো ইন্ডিকেটরের সঙ্গে। সেই সঙ্গেই আবার অপশন হিসেবে এই স্কুটারে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ অফার করছে Honda।
অন্য দিকে আবার Hero Xoom স্কুটারে রয়েছে প্রজেক্টার LED হেডল্যাম্প, LED টেইল ল্যাম্প এবং Digi-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যা লো-ফুয়েল ইন্ডিকেটর এবং রিয়্যাল টাইম ফুয়েল এফিসিয়েন্সি দেখাতে পারে। Xoom-এর উচ্চতর ভ্যারিয়েন্টটিতে রয়েছে কর্নারিং টাইটস, যা ফার্স্ট ইন সেগমেন্ট ফিচার্স। এছাড়াও রয়েছে সম্পূর্ণ ভাবে নতুন একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, i3s প্রযুক্তি একটি ফ্রন্ট USB চার্জার ও তার সঙ্গে গ্লোভবক্স, একটি বুট লাইট এবং ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এই স্কুটারে।
Hero Xoom vs Honda Dio: ফিচার্স
Honda Dio-র STD ভ্যারিয়েন্টের দাম 68,625 টাকা এবং DLX ভ্যারিয়েন্টের দাম 72,626 টাকা। অন্য দিকে আবার Xoom স্কুটারের তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে LX মডেলের দাম 68,599 টাকা, VX মডেলের দাম 71,799 টাকা এবং ZX মডেলটির দাম 76,699 টাকা। এই তিনটি দামই এক্স-শোরুম।