Hyundai i20N Line Facelift লঞ্চ হল ভারতে, দাম 9.99 লাখ টাকা, বিশেষত্ব কী?
Hyundai i20N Line Facelift-এর দাম শুরু হচ্ছে 9.99 লাখ টাকা থেকে। এই দাম গাড়ির ম্যানুয়াল ভ্যারিয়েন্টের জন্য। অন্য দিকে এক্কেবারে টপ অফ দ্য লাইন DCT অটোমেটিক N8 ট্রিমের দাম 12.32 লাখ টাকা। এই ফেসলিফ্ট ভার্সনটিতে এখন 1.0 লিটারের ট্রাবো পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে।
Hyundai i20N Line গাড়িটির একটি ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়ে গেল। স্পোর্টি হ্যাচব্যাকের নতুন মডেলে একাধিক আপগ্রেড দেওয়া হয়েছে। Hyundai i20N Line Facelift-এর দাম শুরু হচ্ছে 9.99 লাখ টাকা থেকে। এই দাম গাড়ির ম্যানুয়াল ভ্যারিয়েন্টের জন্য। অন্য দিকে এক্কেবারে টপ অফ দ্য লাইন DCT অটোমেটিক N8 ট্রিমের দাম 12.32 লাখ টাকা। এই ফেসলিফ্ট ভার্সনটিতে এখন 1.0 লিটারের ট্রাবো পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এর আগে এই মডেলটি স্ট্যান্ডার্ড i20-র সময় বন্ধ করা হয়েছিল।
Hyundai i20 N Line গাড়িতে দেওয়া হয়েছে 1.0 লিটারের কাপ্পা টার্বো GDi পেট্রল ইঞ্জিন, যা 118 bhp এবং 172 Nm পিক টর্ক ডেলিভার করতে পারে। ইঞ্জিনটি এখন পেয়ার করা হয়েছে সদ্য নিয়ে আসা 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে। এটিকে 7 স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন হিসেবেও ব্যবহার করতে পারেন, যা এখন N6 এবং N8 এই দুই ট্রিমেই পাওয়া যাবে।
লুকের দিক থেকে i20 N Line-এ কিছু ভিজ়ুয়াল আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটগুলির বেশিরভাগই নেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড i20 হ্যাচব্যাক থেকে। উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে রিডিজ়াইনড গ্রিল এবং হেডল্যাম্প, নতুন হেডল্যাম্পগুলিকে স্বতন্ত্র LED DRL প্যাটার্নও দেওয়া হয়েছে। গাড়ির বাম্পারেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সেই গাড়িটির রিয়ারে সেরকম বিশেষ কিছু পরিবর্তন করা হয়নি। কেবিনে থাকছে ব্ল্যাক ইন্টিরিয়র, যাতে এখন রেড অ্যাক্সেন্ট রয়েছে। এর ফলেই গাড়িটি এখন আগের থেকে আরও স্পোর্টি হয়ে উঠেছে।
Hyundai i20 N Line Facelift একাধিক নতুন কালার অপশনে পাওয়া যাবে। তার মধ্যে নবতম সংযোজন হল অ্যাবিস ব্ল্যাক। এছাড়া আগের অ্যাটলাস হোয়াইট, টাইটান গ্রে, থান্ডার ব্লু, স্ট্যারি নাইট, অ্যাটলাস হোয়াইটের মতো একাধিক কালার অপশনে পাওয়া যাবে গাড়িটি।