Maruti Suzuki Car: এক বছরে রেকর্ড বিক্রি, বিশ্ব ব্যাপী রপ্তানির দৌড়ে শিখরে Maruti Suzuki

Maruti Suzuki Latest Record: বছরের শুরুতে দারুণ সুখবর পেল মারুতি সুজুকি (Maruti Suzuki)। মারুতি সুজুকি ঘোষণা করেছে যে, 2022 সালে তাদের রপ্তানির সংখ্য়া রেকর্ড করেছে। সংস্থাটি বিশ্বব্যাপী 2.6 লক্ষেরও বেশি যানবাহন রপ্তানি করেছে।

Maruti Suzuki Car: এক বছরে রেকর্ড বিক্রি, বিশ্ব ব্যাপী রপ্তানির দৌড়ে শিখরে Maruti Suzuki
বছরের শুরুতে দারুণ সুখবর পেল মারুতি সুজুকি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 10:00 AM

Maruti Suzuki record: নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর মানুষের জন্য নতুন আশা নিয়ে এসেছে। এর সঙ্গেই বছরের শুরুতে দারুণ সুখবর পেল মারুতি সুজুকি (Maruti Suzuki)। মারুতি সুজুকি ঘোষণা করেছে যে, 2022 সালে তাদের রপ্তানির সংখ্য়া রেকর্ড করেছে। সংস্থাটি বিশ্বব্যাপী 2.6 লক্ষেরও বেশি যানবাহন রপ্তানি করেছে। 2021 সালে মারুতি সুজুকি বিদেশে 2,05,450টি গাড়ি রপ্তানি করেছিল। তাই আগের রেকর্ডের চেয়ে 28% বেশি রপ্তানি করেছে 2023 সালে। যদি আগের রপ্তানির দিকে তাকানো হয় তবে, মারুতি 2020 সালে 85208টি গাড়ি, 2019 সালে 107190টি গাড়ি এবং 2018 সালে 113824টি গাড়ি রপ্তানি করেছিল। সবচেয়ে যেটা উল্লেখযোগ্য, মারুতি সুজুকি 2019 সালে অর্থাৎ করোনা মহামারীর আগে যে পরিমাণ গাড়ি রপ্তানি করেছিল, তার দ্বিগুণেরও বেশি গাড়ির রপ্তানি করেছে 2022 সালে।

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের সিইও হিসাশি তাকেউচি বলেন, “টানা দুই বছরে রপ্তানির 2 লাখ মাইলফলক অতিক্রম করা বিশ্বস্ততা, গুণমান, নির্ভরযোগ্যতা, কর্মক্ষমতা এবং সামর্থ্যের প্রতিফলন। এই সবকিছুই বিশ্বব্যাপী গ্রাহকদের খুশি করার জন্য।” পণ্য তৈরির জন্য ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমাদের মূল কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশনকে সমর্থন করার জন্য় আমরা কৃতজ্ঞ। এর ফলে আমাদের পোর্টফোলিওতে আরও মডেল যোগ করে তা রপ্তানি করতে উৎসাহ পাবো।”

মারুতি সুজুকি হাঙ্গেরিতে 1986-87 সালে প্রথম রপ্তানি শুরু করে। মারুতি আজ প্রায় 100টি দেশে রপ্তানি করছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, আসিয়ান এবং প্রতিবেশী অঞ্চলের গ্রাহকদের মধ্যে মারুতি সুজুকি গাড়ির জনপ্রিয়তা বেশি। কোম্পানিটি বর্তমানে 16টি মডেল রপ্তানি করে। 2022 সালে মারুতি সুজুকির দ্বারা সর্বাধিক রপ্তানি করা মডেলগুলি ছিল ডিজায়ার, সুইফট, এস-প্রেসো, ব্যালেনো এবং ব্রেজা।