Ola Electric Scooters: এক মাসেই 25,000-র বেশি বিক্রি, বৈদ্যুতিক স্কুটারের বাজারে সকলকে পিছনে ফেলল Ola Electric
S1 and S1 Pro: এবার সুখবর জানাল Ola Electric। জানালো TVS, Bajaj এর মতো বড় সংস্থাগুলিকেও টেক্কা দিয়েছে তারা। 2023-এ পা দিয়েই গত মাস অর্থাৎ 2022-এর ডিসেম্বরে ভারতে ইলেকট্রিক টু-হুইলার বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)।
Ola Electric: বেঙ্গালুরুর ইলেট্রিক ভেহিকল স্টার্ট-আপ Ola Electric দেশের গতিশীলতার জার্নি ইলেকট্রিফাই করা শুরু করে S1 এবং S1 Pro নামক দুই ইলেকট্রিক স্কুটার দিয়ে। তারপর থেকে সংস্থার ই-স্কুটারগুলি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে ঠিকই, তবে জনপ্রিয়তার শিখরেও পৌঁছে গিয়েছে ভাবিশ আগরওয়ালের ইভি স্টার্ট-আপ। দেশের বিদ্যুচ্চালিত যানবাহন প্রেমীদের কাছ থেকে অসামান্য সাড়া পেয়েছে সংস্থাটি। এর মধ্যেই এবার সুখবর জানাল Ola Electric। জানালো TVS, Bajaj এর মতো বড় সংস্থাগুলিকেও টেক্কা দিয়েছে তারা। 2023-এ পা দিয়েই গত মাস অর্থাৎ 2022-এর ডিসেম্বরে ভারতে ইলেকট্রিক টু-হুইলার বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। যেখানে দেখা গিয়েছে 2022-এর ডিসেম্বরে Ola 25,000-এর বেশি বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেছে। ওলা জানিয়েছে, গত মাসে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির বাজারে তাদের মার্কেট শেয়ার 30 শতাংশে পৌঁছেছে।
A December to Remember! We sold 25000 scooters & grew our market share to 30%. India’s EV revolution has truly taken off! 2023 will be even bigger. Onwards and upwards. #EndIceAge pic.twitter.com/jatIjLNyrc
— Bhavish Aggarwal (@bhash) January 2, 2023
এই প্রসঙ্গে ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল বলেন, “বিশ্ববাজারে ইলেকট্রিক ভেহিকেলের হাব হয়ে ওঠার পথে 2022 এক অসাধারণ বছর ছিল। আমরা ব্যাটারি চালিত যানবাহনের অভিযান জারি রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এবং সমগ্র দেশেই আমরা তা চালিয়েছি। Ola এখন দেশের বৃহত্তম এবং ক্রমবর্ধনশীল ইভি কোম্পানি।”
এদেশে ইতিমধ্যেই ওলা 100-এর বেশি এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেছে। 2023-এর মার্চের মধ্যে তারা তাদের শোরুমের সংখ্যা 200 করার লক্ষ্যে এগোচ্ছে বলে ভাবিশ আগরওয়াল জানিয়েছেন। এদিকে তারা সম্প্রতি MoveOS 3 নামে নতুন সফটওয়্যার রোলআউট আরম্ভ করেছে। যা ওলার 1 লক্ষেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। MoveOS 3 আপডেটের ফলে Ola-র স্কুটারগুলি সংস্থার হাইপারচার্জার নেটওয়ার্কের সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। এই মুহূর্তে ভারতের 27টি রাজ্যে ওলার হাইপারচার্জিং স্টেশন রয়েছে।