Afeela Electric Car: এবার ইলেকট্রিক গাড়ির জগতে Sony, Honda-র সঙ্গে জুটি বেঁধে নিয়ে আসছে প্রথম EV আফিলা
Honda-র সঙ্গে জুটি বেঁধে বাজারে প্রথম গাড়ি নিয়ে আসছে Sony। CES 2023 ইভেন্টে সনি এবং হন্ডা তাদের আসন্ন ইলেকট্রিক গাড়িটির প্রোটোটাইপ দেখিয়েছে। Sony-র সেই ইলেকট্রিক গাড়িটির নাম আফিলা (Afeela)।
CES 2023 শীর্ষক ইভেন্টে সকলের নজর কেড়ে নিল Sony। এবার অটোমোবাইল সেক্টরে প্রবেশ করছে টেক জায়ান্টটি। Honda-র সঙ্গে জুটি বেঁধে বাজারে প্রথম গাড়ি নিয়ে আসছে Sony। CES 2023 ইভেন্টে সনি এবং হন্ডা তাদের আসন্ন ইলেকট্রিক গাড়িটির প্রোটোটাইপ দেখিয়েছে। Sony-র সেই ইলেকট্রিক গাড়িটির নাম আফিলা (Afeela)।
Afeela-র প্রথম দেখা মিলল CES 2023-এ
এই ইভেন্টে আফিলা ইলেকট্রিক গাড়ির প্রোটোটাইপের এক ঝলক দেখানো হয়। সেই গাড়ির এমনই স্টাইল, যা দেখে লোকজন একপ্রকার ভিরমি খেয়ে গিয়েছেন। Afeela ইলেকট্রিক গাড়িটির একাধিক ভিডিয়ো অনলাইনে রীতিমতো ভাইরাল হয়েছে। আফিলা গাড়িটি সেডান হতে চলেছে, যার অন্দর ও বাহির মিলিয়ে মোট 45টি ক্যামেরা এবং সেন্সর দেওয়া হয়েছে। গাড়িটিতে ছোট্ট একটি মিডিয়া স্ক্রিন রয়েছে হেডলাইট সহযোগে, যা আলিফার লুক আরও ক্লাসি করে তুলেছে।
Moving people forward.
AFEELA by Sony Honda Mobility pic.twitter.com/8otICX6HfI
— Sony (@Sony) January 5, 2023
Sony Honda Mobility-র চিফ এগজ়িকিউটিভ ইয়াশুহিদে মিজ়ুনো এই আলিফা প্রোটোটাইপটির এক ঝলক দেখানোর পর বলছেন, শীঘ্রই গাড়িটির প্রোডাকশন শুরু হয়ে যাবে। তিনি আরও যোগ করে বলেছেন, “2025 সালের প্রথমার্ধে প্রি-অর্ডার নেওয়া শুরু করা এবং একই বছরের মধ্যে বিক্রিবাট্টা শুরু করার প্রত্যাশা করছি। গতিশীলতার জন্য নিরাপত্তা অত্যন্ত জরুরি। তাই, আমরা অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে Sony-র সেন্সর এবং Honda নিরাপত্তাকে ইন্টিগ্রেট করেই গাড়িটি তৈরি করছি।”
নর্থ আমেরিকার কাস্টমারদের কাছে প্রথম পৌঁছবে
ইয়াশুহিদে মিজ়ুনো জানিয়েছেন, আফিলা গাড়িটির প্রথম শিপমেন্ট করা হবে উত্তর আমেরিকার কাস্টমারদের জন্য। তারপর তা ধীরে ধীরে 2026 সালের মার্চ, এপ্রিল মাসে চলে আসবে জাপান ও ইউরোপের বাজারে। তবে, 2025 সাল থেকে এই গাড়িটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে।
Thoughts on Sony and Hondas Afeela? pic.twitter.com/5AyV2iaJ8C
— Jon Rettinger (@Jon4Lakers) January 5, 2023
বিল্ট-ইন PS5 থাকছে
একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, আফিলা গাড়িতে বিল্ট-ইন PS5 সাপোর্ট থাকছে, যা গেমারদের আকর্ষিত করবে। যদিও এই বিল্ট-ইন ফিচার সম্পর্কে সংস্থাটি কনফার্ম করেনি। মনে করা হচ্ছে, যেহেতু এই গাড়িটি Sony ডেভেলপ করছে, লাগজ়ারিয়াস ইলেকট্রিক ভেহিকলটি দুর্ধর্ষ অডিও-ভিজ়ুয়াল অভিজ্ঞতা দিতে পারবে তার চালকদের।
প্রসঙ্গত, চলতি বছরের 8 জানুয়ারি পর্যন্ত চলবে CES 2023 ইভেন্টটি। এই ইভেন্টে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন টেকনোলজি সংক্রান্ত উদ্ভাবন প্রদর্শন করে।