Maruti Suzuki Fronx এবার CNG রূপে হাজির, দাম 8.41 লাখ টাকা
Fronx CNG হল মারুতি সুজ়ুকির 15তম CNG গাড়ি। গাড়িটির দাম শুরু হচ্ছে 8.41 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। Fronx CNG গাড়িটি ইক্যুইপ করা রয়েছে 1.2 লিটারের ডুয়াল জেট ডুয়াল VVT পেট্রল ইঞ্জিনের সঙ্গে। পেট্রল মোডে এই ইঞ্জিনটি সর্বাধিক 89.73PS পাওয়ার ডেভেলপ করে এবং 113Nm পিক টর্ক দিতে পারে।
Maruti Suzuki Fronx এর CNG ভার্সনটি ভারতে লঞ্চ হয়ে গেল। গাড়িটির দাম শুরু হচ্ছে 8.41 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। Fronx CNG হল মারুতি সুজ়ুকির 15তম CNG গাড়ি। এটি বাদ দিয়ে কোম্পানির ঝুলিতে আর যেসব সিএনজি গাড়ি রয়েছে, সেগুলি হল অল্টো, অল্টো K10, এস-প্রেসো, সেলেরিও, ইকো, ওয়াগনআর, সুইফ্ট, ডিজ়ায়ার, আর্টিগা, বলেনো, ব্রেজ়া, XL6, গ্র্যান্ড ভিটারা এবং ট্যুর S।
সেই 2010 সাল থেকে এখনও পর্যন্ত মারুতি সুজ়ুকি ভারতে প্রায় 1.4 মিলিয়নেরও বেশি সিএনজি ভেহিকল বিক্রি করেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই সময়কালে তারা দেশে 1.44 মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বাঁচিয়েছে। মারুতির সামগ্রিক বিক্রিবাট্টায় সিএনজি ভেহিকলের অবদান 26% প্রায়।
Fronx CNG গাড়িটি ইক্যুইপ করা রয়েছে 1.2 লিটারের ডুয়াল জেট ডুয়াল VVT পেট্রল ইঞ্জিনের সঙ্গে। পেট্রল মোডে এই ইঞ্জিনটি সর্বাধিক 89.73PS পাওয়ার ডেভেলপ করে এবং 113Nm পিক টর্ক দিতে পারে। এখন সিএনজি মোডে সেই ফিগারই 77.5PS এবং 98.5Nm-এ ড্রপ করে। 5 স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে, যাতে কোনও অটোমেটিক অপশন নেই।
মারুতি সুজ়ুকির তরফে দাবি করা হয়েছে, Fronx CNG-র মাইলেজ প্রতি কেজিতে 28.51 km। মাইলেজের দিক থেকে এই গাড়িটিই এখনও পর্যন্ত ভারতে সেরা যদি তা প্রতি কেজিতে 28.51 km মাইলেজ দিতে পারে। মোট দুটি ভ্যারিয়েন্টে গাড়িটি অফার করা হবে- সিগমা এবং ডেল্টা। এই ভ্যারিয়েন্ট দ্বয়ের দাম যথাক্রমে –
Fronx CNG Sigma – 8.41 লাখ টাকা।
Fronx CNG Delta – 9.27 লাখ টাকা।