MG Comet ইলেকট্রিক গাড়িতে Jio-র অনবদ্য প্রযুক্তি! কথা বললে খুলবে দরজা; অন হবে AC, সঙ্গে অনলাইন পেমেন্টও
MG Comet EV-তে এমবেড করা হচ্ছে Hello Jio Voice Assistant। এই ভয়েস অ্যাসিস্ট্যান্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন স্থানীয় উপভাষা ও একজন ভারতীয় ইউজারের টোনালিটি বোঝার জন্য। এই অ্যাসিস্ট্যান্টে ডায়লগের সাপোর্ট রয়েছে।
Jio And MG Comet EV: এবার দেশের অটোমোবাইল সেক্টরেও পদার্পণ করল Reliance Jio। সম্প্রতি MG Motor ভারতে তাদের কম দামি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে, যার নাম MG Comet EV। সেই গাড়িতেই অত্যাধুনিক ফিচার্স দেওয়ার জন্য Jio Platforms-এর সঙ্গে জুটি বাঁধল MG Motor India। তা এমজি কমেট ইভিতে কী প্রযুক্তি দিতে চলেছে জিও? এই পার্টনারশিপে MG Comet EV-তে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়ার কাজটি করছে জিও-র ডিজিটাল অ্যাসেট। গাড়িটিতে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হচ্ছে, তাতে হিন্দি ও ইংরেজি ও দুই ভাষারও সংমিশ্রণ থাকবে। মিউজ়িক অ্যাপ থেকে শুরু করে পেমেন্ট অ্যাপ, কানেক্টিভিটি প্ল্যাটফর্ম এবং হার্ডওয়্যারের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় গাড়িটিতে যোগ করবে জিও-র ডিজিটাল প্ল্যাটফর্ম।
একটি বিবৃতি জারি করে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটির তরফে বলা হচ্ছে, MG Comet EV-তে এমবেড করা হচ্ছে Hello Jio Voice Assistant। এই ভয়েস অ্যাসিস্ট্যান্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন স্থানীয় উপভাষা ও একজন ভারতীয় ইউজারের টোনালিটি বোঝার জন্য। এই অ্যাসিস্ট্যান্টে ডায়লগের সাপোর্ট রয়েছে। তেমনই আবার ক্রিকেট থেকে শুরু করে আবহাওয়া, খবর, রাশিফল-সহ আরও একাধিক বিষয়ে তথ্য দিতে পারবে হ্যালো জিও ভয়েস অ্যাসিস্ট্যান্টটি। MG Comet EV-র মালিকরা এই ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এয়ার কন্ডিশনার টার্ন অফ বা অন করতে পারবেন, গান চালাতে পারবেন এবং ক্রিকেট স্কোর সম্পর্কেও জানতে পারবেন।
MG Motor India-র তরফে বলা হচ্ছে, Comet EV ইক্যুইপ করা হয়েছিল Jio eSIM দিয়ে। ম্যানুফ্যাকচারিংয়ের সময়েই এই ইসিম প্রযুক্তি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। এই Jio eSIM যেমন গাড়িটির সুরক্ষা নিশ্চিত করবে, তেমনই আবার ভেহিকলটি চলবে, তখন তা কমিউনিকেশন এনক্রিপ্টও করবে। MG Motor India-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গৌরব গুপ্তা বলছেন, “আমাদের সদ্য লঞ্চ করা MG Comet EV যাতে তরুণ প্রজন্মের কাছে সেফটি, টেকনোলজির মিশেলে সেরার সেরা অভিজ্ঞতা দিতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করবে MGI-Jio পার্রনারশিপ।”
এদিকে Jio Platforms-এর প্রেসিডেন্ট আশিস লোধা বলছেন, “Hello Jio Voice Assistant -এর সাহায্যে স্ট্রিমিং, পেমেন্ট অ্যাপস, ইসিম, Jio IOT ইত্যাদি সব প্রযুক্তি রিয়্যাল টাইম কানেক্টিভিটি, ইনফোটেইনমেন্ট এবং কানেক্টেড কার এক্সপিরিয়েন্স দিতে চলেছে MG Comet ইউজারদের। প্রযুক্তির বিপ্লবে এ আমাদের অঙ্গীকার, যেখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও একাধিক নতুনত্বের উদ্ভাবন ঘটেছে।”
MG Comet EV ভারতে মোট তিনটি ভ্যারিয়েন্টে বিক্রয় করা হচ্ছে – পেস, প্লে এবং প্লাস। MG Comet Pace হল এদের মধ্যে একটি এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট, যার দাম 7.98 লাখ টাকা। অন্য দিকে প্লে এবং প্লাস ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে 9.28 লাখ টাকা এবং 9.98 লাখ টাকা।