পুজোর মুখেই Okaya EV নিয়ে আসছে Moto Faast ই-স্কুটার, সস্তায় 120 Km রেঞ্জ

Okaya Moto Faast ই-স্কুটারের সবথেকে আকর্ষণীয় দিক হল তার রেঞ্জ। স্কুটারটি এক চার্জে 120 কিলোমিটার থেকে 135 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ব্যাপক স্পিডও দিতে পারে স্কুটারটি, সর্বাধিক 60 kmph - 70 kmph পর্যন্ত গতিবেগ Moto Faast-এর।

পুজোর মুখেই Okaya EV নিয়ে আসছে Moto Faast ই-স্কুটার, সস্তায় 120 Km রেঞ্জ
দুর্ধর্ষ ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 2:58 PM

Okaya EV তাদের নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে ভারতে। 17 অক্টোবর, মঙ্গলবার সেই Okaya Moto Faast ইলেকট্রিক স্কুটারটি দেশে লঞ্চ করবে। কেমন হতে চলেছে এই ই-স্কুটার, কত দাম হতে পারে তার, কী-কী ফিচার্সই বা থাকতে পারে, জেনে নিন সব তথ্য।

Okaya Moto Faast ই-স্কুটারের সবথেকে আকর্ষণীয় দিক হল তার রেঞ্জ। স্কুটারটি এক চার্জে 120 কিলোমিটার থেকে 135 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ব্যাপক স্পিডও দিতে পারে স্কুটারটি, সর্বাধিক 60 kmph – 70 kmph পর্যন্ত গতিবেগ Moto Faast-এর। এই গতি আর রেঞ্জ স্কুটারটিকে দৈনিক ব্যবহারের আদর্শ করে তুলেছে। 8 ডিগ্রির গ্রেডিবিলিটি রেটিং পেয়েছে স্কুটারটি। রয়েছে একটি LFP ব্যাটারি প্যাক, যা সিটের অন্দরে ভার্টিকালি প্লেস করা হয়েছে। অন্য দিকে দ্বিতীয় ব্যাটারি প্যাকটি ফ্লোরবোর্ডের ভিতরে হরাইজ়ন্টালি প্লেস করা হয়েছে।

Okaya EV এই Moto Faast ইলেকট্রিক স্কুটারটি মোট পাঁচটি কালার অপশনে অফার করছে- সিয়ান, ব্ল্যাক, গ্রিন, রেড ও গ্রে। তবে এই স্কুটারের ইলেকট্রিক মোটরের পিক এবং রেটেড পাওয়ার আউটপুট সম্পর্কে Okaya EV এখনও পর্যন্ত কিছু জানায়নি। মনে করা হচ্ছে, ই-স্কুটারটিতে একটি হাব-মাউন্টেড ইউনিট দেওয়া হতে পারে।

অ্যালয় হুইল থাকছে এই স্কুটারে। আর সেই কারণেই মনে করা হচ্ছে, টিউবলেস টায়ারও থাকতে পারে। টিউব-টাইপ টায়ারের তুলনায় টিউবলেস টায়ার থাকার ফলে পাংচার সারানো মোটেই ঝক্কির বিষয় নয়। এই স্কুটারে থাকছে 7 ইঞ্চির ক্যাপাসিটিভ টাচস্ক্রিন, যা এর স্পিড, ওডোমিটার, ট্রিপ মিটার, রাইডিং মোড, টাইম এবং ব্যাটারি পার্সেন্টেজ ডিসপ্লে করতে পারে।

অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে হেডল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর্সে LED উপাদান। স্কুটারের সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক। বাইকের সামনে সাসপেনশন ডিউটি পারফর্ম করার জন্য রয়েছে একটি টেলিস্কোপিক ফর্ক, পিছনে রয়েছে শক অ্যাবসর্বার। এখন প্রশ্ন হচ্ছে, কত দাম হতে পারে Okaya Moto Faast ই-স্কুটারের। জানা গিয়েছে, 1.5 লাখেরও কম দামে এই বিদ্যুচ্চালিত স্কুটারটি লঞ্চ করা হতে পারে।