Nexon Facelift SUV-র পর্দা উন্মোচিত, চোখধাঁধানো লুক ও ফিচার্স, 4 সেপ্টেম্বর থেকে বুকিং শুরু

এই মুহূর্তে বাজারে যে Nexon গাড়িটি রয়েছে, তার থেকে অনেকাংশেই আলাদা 2023 Nexon Facelift SUV-র লুক ও ডিজ়াইন। তবে আগের কুপ প্রোফাইলটি ধরে রেখেছে এই লেটেস্ট মডেলটিও। গাড়িটির ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ারে একাধিক বড়সড় আপগ্রেড দেওয়া হয়েছে।

Nexon Facelift SUV-র পর্দা উন্মোচিত, চোখধাঁধানো লুক ও ফিচার্স, 4 সেপ্টেম্বর থেকে বুকিং শুরু
নেক্সন ফেসলিফ্টের নতুন মডেল হাজির।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 2:35 PM

আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে 14 সেপ্টেম্বর। তার আগেই Tata Nexon Facelift SUV-র পর্দা উন্মোচিত হল। এই নিয়ে দ্বিতীয় বার নেক্সনের ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করছে Tata Motors। এই মুহূর্তে বাজারে যে Nexon গাড়িটি রয়েছে, তার থেকে অনেকাংশেই আলাদা 2023 Nexon Facelift SUV-র লুক ও ডিজ়াইন। তবে আগের কুপ প্রোফাইলটি ধরে রেখেছে এই লেটেস্ট মডেলটিও। গাড়িটির ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ারে একাধিক বড়সড় আপগ্রেড দেওয়া হয়েছে। একবার লঞ্চ হয়ে গেলে Tata Nexon Facelift SUV প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে Maruti Suzuki Brezza, Hyundai Venue এবং Kia Sonet-সহ একাধিক গাড়ির।

সোমবার, 4 সেপ্টেম্বর থেকেই নতুন Nexon Facelift SUV-র বুকিং শুরু করবে Tata Motors। তারপরে গাড়িটির ডেলিভারি শুরু হয়ে যাবে মাসের শেষ দিক থেকেই। মোট 11টি ভ্যারিয়েন্টে বিক্রি করা হবে নেক্সন এসইউভি-র নতুন ফেসলিফ্ট মডেলটি। সেগুলি হল- স্মার্ট, স্মার্ট প্লাস, স্মার্ট প্লাস (এস), পিওর প্লাস, পিওর প্লাস (এস), ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ প্লাস, ক্রিয়েটিভ প্লাস (এস), ফিয়ারলেস, ফিয়ারলেস (এস) এবং ফিয়ারলেস প্লাস (এস)। ছয়টি কালার অপশনে পাওয়া যাবে গাড়িটি ফিয়ারলেস পার্পল, পিওর গ্রে, ক্রিয়েটিভ ওশিয়ান, ফ্লেম রেড, ডেটোনা গ্রে এবং প্রিস্টিন হোয়াইট।

এক্সটিরিয়ার

Curvv কনসেপ্টের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে গাড়িটি, যার ঝলক আগেই দেখিয়েছিল টাটা মোটরস। নতুন নিক্সনের লুক ও ডিজ়াইন আগের থেকে অনেকটাই স্পোর্টিয়ার হয়েছে। নজরকাড়ার মতো হল, LED সিগনেচার DRLগুলি, যেগুলিতে এখন সিকোয়েন্সিয়াল প্যাটার্ন রয়েছে। এই SUV-তে নতুন LED স্প্লিট হেডলাইট ইউনিট দেওয়া হয়েছে। আগের মডেলের থেকে নতুন গ্রিল বদলানো হয়েছে এবং তা অনেকটাই বড় করা হয়েছে। তাছাড়া বাম্পারটিও ক্রোম গার্নিশ দিয়ে আপডেট করা হয়েছে। নতুন মডেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতো 208 mm রাখা হয়েছে। গাড়ির পিছনের LED টেইললাইট নতুন ভাবে সাজানো হয়েছে এবং সেই সঙ্গে LED বারও অন্যরকম করা হয়েছে।

ইন্টিরিয়ার ডিজ়াইন ও ফিচার্স

বাইরের থেকে গাড়িটির ভিতরের পরিবর্তন অনেক বেশি। ডিসপ্লে, স্টিয়ারিং হুইল থেকে শুরু করে সমগ্র ড্যাশবোর্ডের অন্যান্য আরও একাধিক উপাদান ব্যাপক ভাবে পরিবর্তন করা হয়েছে। প্রথমেই যেখানে নজর কাড়বে তা হল, টু-স্পোক ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল সেটআপ। প্যানেলে টাচ-ভিত্তিক কন্ট্রোলগুলি এবং Tata Motors লোগো মাউন্ট করা হয়েছে। ইনফোটেইনমেন্ট স্ক্রিনটি আপডেট করা হয়েছে আগের মতো একই 10.25 ইঞ্চির ইউনিট দিয়ে, যা Nexon EV Max ডার্ক এডিশনেও ছিল। এই ডিসপ্লে Tata-র iRA কানেক্টেড কার টেকনোলজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া ডিজিটাল ড্রাইভার ডিসপ্লেটি আগের মতো একই আকারের করা হয়েছে। তবে তা এখন কাস্টমাইজ়েবল নেভিগেশন ফিচার দিয়ে আপডেট করা হয়েছে।

নতুন ফিচারের মধ্যে গাড়িটিতে 360 ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট দেওয়া হয়েছে, যাতে এই প্রথম হাইট অ্যাডজাস্টেবিলিটি ফিচার রয়েছে। এছাড়া রয়েছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইলেকট্রিক সানরুফ এবং ক্রুজ় কন্ট্রোলের মতো জরুরি একাধিক ফিচার্স।

সেফটি ফিচার্স

এই মুহূর্তে টাটা মোটরসের অন্যতম নিরাপদ গাড়িটি হল Nexon SUV। এর ফেসলিফ্ট ভার্সনেও একাধিক সেফটি ফিচার্স দেওয়া হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, স্ট্যান্ডার্ড হিসেবে ছয়টি এয়ারব্যাগ, ফ্রন্ট পার্কিং সেন্সর, কচিকাচাদের জন্য ISOFIX সিট মাউন্ট এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC)।

ইঞ্জিন, ট্রান্সমিশন অপশন

পেট্রল ও ডিজ়েল দুই ইঞ্জিন অপশনই থাকছে গাড়িটির। তবে ট্রান্সমিশন ইউনিট পরিবর্তিত হয়েছে। 1.2 লিটারের টার্বোচার্জড পেট্রল ইউনিটটি 120 hp পাওয়ার এবং 170 Nm পিক টর্ক দিতে পারে, তা পেয়ার করা থাকছে চারটি ট্রান্সমিশন অপশনের সঙ্গে। এই চারটি অপশনের মধ্যে রয়েছে- ফাইভ স্পিড ম্যানুয়াল, সিক্স-স্পিড ম্যানুয়াল, সিক্স-স্পিড অটোমেটিক এবং একটি নতুন 7-স্পিড DCT গিয়ারবক্স ও তার সঙ্গে প্যাডেল শিফ্টার। অন্য দিকে 1.5 লিটারের ডিজ়েল ইউনিটটি 115 hp পাওয়ার এবং 160 Nm পিক টর্ক দিতে পারে, সেটিও এখন আগের মতোই একই সেটে সিক্স-স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স অপশনে পাওয়া যাবে।