Tata Nano EV লঞ্চ হতে পারে Jayem Neo নামে, সস্তার ইলেকট্রিক গাড়ি দেশের রাস্তায় কবে ছুটবে?
Tata Nano-র ইলেকট্রিক অবতারটি ভারতের বাজারে আসতে পারে Jayem Neo নামে। সেই গাড়িটির দাম যেমন কম হবে, তেমনই আবার তার রেঞ্জও বেশ ভাল হবে বলে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে।
Tata Nano EV Launch Update: দেশে এই মুহূর্তে একাধিক ইলেকট্রিক গাড়ি রয়েছে ঠিকই। তবে সস্তার তেমন কোনও EV নেই। আর সেই কারণেই মানুষকে একপ্রকার বাধ্য হয়েই আগুনে ওঠা জ্বালানি খরচ করেই হ্যাচব্যাক গাড়িগুলি কিনতে হচ্ছে। তবে কম খরচে দেশে ব্যাক টু ব্যাক দুটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে চলেছে। তার একটি MG Air এবং অপরটি Tata Nano Electric। এদের মধ্যে MG Air খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে এবং Tata Nano Electric কবে নাগাদ লঞ্চ করতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি।
Tata Nano EV নিয়ে বেশ কিছু মাস ধরেই জল্পনা চলছে। জল্পনা আরও তুঙ্গে ওঠে যখন খোদ রতন টাটাকে দেখা যায়, টাটা ন্যানো ইভি ব্যবহার করে ফিডব্যাক দিতে। মিস্টার টাটার সঙ্গে যে Nano Electric গাড়িটির ছবি দেখা গিয়েছিল, সেটি আসলে কোম্পানির EV ব্র্যান্ড Electra EV ডিজ়াইন করেছিল। এখন একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, Tata Nano-র ইলেকট্রিক অবতারটি ভারতের বাজারে আসতে পারে Jayem Neo নামে। সেই গাড়িটির দাম যেমন কম হবে, তেমনই আবার তার রেঞ্জও বেশ ভাল হবে বলে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে।
Tata Nano Electric: কবে নাগাদ লঞ্চ হতে পারে?
2018 সালে কোয়েম্বাত্তুরের সংস্থা Jayem এই বহু চর্চিত Nano-র ইলেকট্রিক ভার্সনটি নতুন করে তৈরি করে। মূলত, Cab এগ্রিগেটর Ola-র জন্য প্রায় 400টি Tata Nano Electric ভার্সন থুড়ি Jayem Neo ইলেকট্রিক কারটি হস্তান্তর করে। সেখান থেকেই মনে করা হচ্ছে, টাটা ন্যানো ইলেকট্রিক হিসেবে ভারতে এলে তার নাম হবে Jayem Neo। শুধু Ola নয়। দেশের অন্যান্য কাস্টমারদের জন্যও গাড়িটি Jayem Neo নামেই লঞ্চ করা হবে। আর সেই লঞ্চও খুব একটা দেরি নেই। শীঘ্রই গাড়িটি সম্পর্কে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হতে পারে বলে একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে।
Tata Nano Electric: দাম কত হতে পারে, রেঞ্জই বা কীরকম হবে?
মিডিয়া রিপোর্টগুলি থেকে জানা গিয়েছে, Tata Nano EV বা Jayem Neo-র দাম হতে পারে 5 লাখ টাকা। তার কমেই গাড়িটি লঞ্চ করা হবে, এক্কেবারে হাই-এন্ড ভ্যারিয়েন্টের দাম হতে পারে 5 লাখ টাকা। এই গাড়িতে একটি 72V ব্যাটারি প্যাক দেওয়া হবে, যা একবার চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
Tata Nano Electric: ফিচার্স কেমন হতে পারে?
টাটা ন্যানো বিদ্যুচ্চালিত গাড়িতে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ়, ব্লুটুথ, মাল্টি-ইনফর্মেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম-সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকতে পারে। সূত্রের খবর, Tata Motors-ই কোয়েম্বাত্তুরের কোম্পানি Jayem-কে অধিগ্রহণ করেছে এবং তাকে ইলেকট্রিক গাড়ি তৈরির দায়িত্ব দিয়েছে।