Winter Car Care Tips: শীতে সাধের গাড়ি যেন থাকে দুধেভাতে! মাথায় রাখতেই হবে এই সব টোটকা

Tech Tips: গাড়ি চালানোর সময় যে কোনও বিপত্তি এড়াতে কেবল ভিতর থেকেই নয়, বাইরে থেকেও আপনার গাড়ি পরিষ্কার রাখুন। উইন্ডস্ক্রিন, সাইড মিরর এবং সমস্ত ল্যাম্প অ্যাসেম্বলিগুলি ধুয়ে ফেলতে গরম জল ব্যবহার করুন।

Winter Car Care Tips: শীতে সাধের গাড়ি যেন থাকে দুধেভাতে! মাথায় রাখতেই হবে এই সব টোটকা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 7:04 PM

Car Maintenance Tips: শীতের মরশুমে গাড়ি চালানোর ঝুঁকি বেড়ে যায়, যা দুর্ঘটনার প্রবণতা আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে শীতপ্রধান অঞ্চলে। এই দুর্ঘটনাগুলির বেশিরভাগই ঘন কুয়াশা এবং তুষারপাতের কারণে হয়। তবে আপনারা শীতকালে অনেক সময়ই গাড়ির যথোপযুক্ত যত্ন নেন না। তবে শীতকালেই নয়, গাড়ি কিংবা মোটরসাইকেলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর তার সম্পূর্ণ চেকআপ করানো প্রয়োজন। এই শীতে কীভাবে আপনার গাড়ির যত্ন নেবেন সেই ব্য়াপারে রইল কিছু টিপস:

ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা

গাড়ির ইঞ্জিন গরম হয়ে উঠলে তা চাপ ফেলে ব্যাটারির উপর। যদিও নতুন ব্যাটারি সাধারণত শীতকালে সমস্যার সম্মুখীন হয় না। তা-ও অতিরিক্ত ঠান্ডায় দেখা যেতে পারে বেশ কিছু সমস্যা। যদি আপনার গাড়ির ব্যাটারি 4 থেকে 5 বছরের বেশি পুরানো হয় কিংবা তাতে অল্প চার্জ থাকে তবে দীর্ঘক্ষণ অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে থাকার ফলে সেই ব্যাটারি সম্পূর্ণ “ডেড” হয়ে যেতে পারে। তাই ব্যাটারির ক্ষমতা পরীক্ষা করে নিন যাতে আপনি কোনও রকম সমস্যার সম্মুখীন না হন।

কুলান্ট পরীক্ষা করুন

গাড়ির মধ্যে থাকা ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনার জন্য বিশেষ ধরনের কুলান্ট ব্যবহার করা হয়। তবে ঠান্ডার দিনেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ  কুলান্ট-এ এমন এক পদার্থ মেশানো থাকে যা, সহজে ঠান্ডায় জমে যেতে পারে না। তাই আপনার উচিত অবশ্যই কুলান্ট চেম্বারের মধ্যে থাকা তরলের পরিমাণ দেখে নেওয়া।

লাইটের অবস্থা দেখুন

শীতের সকালে বা সন্ধ্য়ায় অনেক সময়টাই কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়ি চালাতে হয়। তখন প্রয়োজন পড়ে ফগ-লাইটের। আজকালকার বেশিরভাগ গাড়িতেই ইনবিল্ট ফগলাইট থাকলেও কম দামের মডেল কিংবা পুরনো গাড়িতে তা দেখা যায় না। সেক্ষেত্রে বাজারে পাওয়া এক্সটার্নাল ফগলাইট অবশ্যই লাগিয়ে নিন আপনার গাড়িতে। এতে রাস্তায় বিপদের সম্ভাবনা কম।

উইন্ডশিল্ড পরীক্ষা করুন

ঠান্ডার সময়ে গাড়ির উইন্ডশিল্ডে কুয়াশা ও ধোঁয়া জমা হয়। স্বাভাবিকভাবেই এর ফলে বাইরের দৃশ্য দেখতে যথেষ্ট অসুবিধা হয়, যা ডেকে আনতে পারে বিপদ। এই সময়ে কাজে লাগে এমন এক ধরনের পোর্টেবল যন্ত্র (Cordless Window Glass Vacuum Cleaner) যার সাহায্য়ে গাড়ির কাচ পরিস্কার করতে পারবেন।

বাইরে থেকেও আপনার গাড়ির যত্ন নিন

গাড়ি চালানোর সময় যে কোনও বিপত্তি এড়াতে কেবল ভিতর থেকেই নয়, বাইরে থেকেও আপনার গাড়ি পরিষ্কার রাখুন। উইন্ডস্ক্রিন, সাইড মিরর এবং সমস্ত ল্যাম্প অ্যাসেম্বলিগুলি ধুয়ে ফেলতে গরম জল ব্যবহার করুন।