Flying Car: মিলল সরকারি অনুমোদন, মার্কিন আকাশে উড়বে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি

Alef Aeronautics Flying Car: ক্যালিফর্নিয়ার স্যান ম্যাটিওতে তৈরি করা হয়েছে এই উড়ন্ত গাড়িটি, যা পুরোদস্তুর ইলেকট্রিক। অন্দরে দুজনকে বসিয়ে উড়তে পারে গাড়িটি। ফক্স নিউজ়ের রিপোর্ট অনুযায়ী, গাড়িটির দাম 3,00,000 মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,46,11,250 টাকা।

Flying Car: মিলল সরকারি অনুমোদন, মার্কিন আকাশে উড়বে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি
মার্কিন আকাশে এবার গাড়ি উড়বে!
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 2:58 PM

World’s 1st Flying Car: মার্কিন আকাশে উড়ন্ত গাড়ি ওড়ার সরকারি অনুমোদন মিলল। আলেফ অ্যারোনটিক্সের ফ্লায়িং কার এবার মার্কিন সরকারের কাছ থেকে আইনি অনুমোদন পেয়ে গেল। সার্টিফিকেশন এভিয়েশন আইন সংস্থা অ্যারো ল সেন্টারের রিপোর্ট অনুযায়ী সংস্থাটি ঘোষণা করেছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) থেকে একটি বিশেষ এয়ারওয়ার্থিনেস সার্টিফিকেশন পেয়েছে তারা।

আলেফ অ্যারোনটিক্সের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “ইলেকট্রিক্যাল ভার্টিকল এবং ল্যান্ডিং (eVTOL) যানবাহনের জন্য নীতি নিয়ে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে FAA। সেই সঙ্গে eVTOL এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গভার্নিং ইন্টার‌্যাকশনও চলছে।” ওই বিবৃতিতে আরও যোগ করা বলা হচ্ছে, “আলেফের বিশেষ এয়ারওয়ার্থিনেস সার্টিফিকেটে বিশেষ কিছু স্থানকে সীমিত রেখে ওড়ার অনুমোদন দেওয়া হয়েছে।”

ক্যালিফর্নিয়ার স্যান ম্যাটিওতে তৈরি করা হয়েছে এই উড়ন্ত গাড়িটি, যা পুরোদস্তুর ইলেকট্রিক। অন্দরে দুজনকে বসিয়ে উড়তে পারে গাড়িটি। ফক্স নিউজ়ের রিপোর্ট অনুযায়ী, গাড়িটির দাম 3,00,000 মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,46,11,250 টাকা। 2022 সালের অক্টোবরে সংস্থাটি একটি ফুল সাইজ় স্পোর্টস কারের পর্দা উন্মোচন করেছিল। পাশাপাশি দুটি ফুল-সাইজ় টেকনোলজি ডেমোনস্ট্রেটর গাড়ি নিয়েও কাজ করছে তারা।

জানুয়ারি মাসে সংস্থাটি জানিয়েছিল, কর্পোরেট কনজ়িউমার থেকে শুরু করে ব্যক্তিরাও সবপক্ষ থেকে এর মধ্যেই 440টি উড়ন্ত গাড়ির অর্ডার এসেছে তাদের কাছে। একিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 2025 সালের শেষ থেকেই সংস্থাটি নিজেদের ফ্লায়িং কারের ডেলিভারি করবে বলে জানা গিয়েছে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে উড়ন্ত গাড়িটি শহুরে এবং গ্রামীণ রাস্তাতেও চলতে পারবে। সাধারণত বাড়িতে যে ধরনের গ্যারাজ থাকে এবং রাস্তাঘাটের রেগুলার পার্কিং স্পেসে গাড়িটি পার্ক করা যাবে। খুবই কম গতিতে পথে দৌড়তে পারবে গাড়িটি, ঘণ্টায় 25 মাইলের বেশি হবে না এর গতিবেগ। আলেফ তাদের ওয়েবসাইটে লিখছে, “একজন চালককে যদি দ্রুত গন্তব্যে পৌঁছতে হয়, তাহলে আলেফের ফ্লাইট ক্ষমতা ব্যবহার করে উড়ে যেতে পারবেন।”