বুক মাই শো-এর ‘ভিডিয়ো অন ডিম্যান্ড’ স্ট্রিমিং চালু ভারতে, থাকছে ৬০০-র বেশি সিনেমা

সম্প্রতি যেসব ব্লকবাস্টার সিনেমা রিলিজ হয়েছে, যেমন- টেনেট, ওয়ান্ডার ওম্যান ১৯৮৪, এইসব ছবিও দেখা যাবে বুক মাই শোয়ের 'ভিডিয়ো অন ডিম্যান্ড' স্ট্রিমিং পরিষেবায়।

বুক মাই শো-এর 'ভিডিয়ো অন ডিম্যান্ড' স্ট্রিমিং চালু ভারতে, থাকছে ৬০০-র বেশি সিনেমা
বুক মাই শো-এর এই স্ট্রিমিং পরিষেবা মোবাইল অ্যাপের পাশাপাশি অ্যাপেল টিভি, অ্যানড্রয়েড টিভি, ফায়ার স্টিক এবং ক্রোমকাস্টেও দেখা যাবে।
Follow Us:
| Updated on: Feb 06, 2021 | 5:31 PM

করোনা আবহে দর্শকদের চাহিদায় এবার ‘ভিডিয়ো অন ডিমান্ড’ স্ট্রিমিং পরিষেবা চালু করল বুক মাই শো। এই প্ল্যাটফর্মের সাহায্যে দর্শকরা সিনেমা কিনে নিতে পারবেন বা ভাড়া নিয়েও দেখতে পাবেন। এতদিন পর্যন্ত সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার জন্য বুক মাই শো অ্যাপ ব্যবহার করা যেত। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারতেন দর্শকরা। এবার থেকে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই সিনেমা দেখা যাবে। টাকার বিনিময়ে টিকিট কেটে হলে যাওয়ার বদলে বাড়ি বসেই সিনেমা দেখতে পারবেন সাধারণ মানুষ।

সম্প্রতি যেসব ব্লকবাস্টার সিনেমা রিলিজ হয়েছে, যেমন- টেনেট, ওয়ান্ডার ওম্যান ১৯৮৪, এইসব ছবিও দেখা যাবে বুক মাই শোয়ের ‘ভিডিয়ো অন ডিম্যান্ড’ স্ট্রিমিং পরিষেবায়। ৬০০-র বেশি সিনেমা রয়েছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এছাড়াও ৭২,০০০ ঘণ্টারও বেশি সময়ের কনটেন্ট রয়েছে বুক মাই শোয়ের ‘ভিডিয়ো অন ডিম্যান্ড’ স্ট্রিমিং পরিষেবায়। এমনকি শুক্রবার করে মাল্টিপ্লেক্স এবং বিভিন্ন সিনেমা হলে যেসমস্ত ছবি রিলিজ হবে, সেগুলোও দেখার সুযোগ থাকবে এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

করোনা পরিস্থিতিতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মই বাজার ধরার জন্য এবং দর্শকদের চাহিদায় সিনেমা, ওয়েব সিরিজ, ডকুমেন্টারি, অরিজিনাল কনটেন্ট এমনকি ধারাবাহিক দেখার জন্য নানা ধরণের অফার চালু করেছে। এবার সেই পথেই হাঁটল বুক মাই শো। বিশেষজ্ঞদের অনুমান, বাকি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মকে টেক্কা দিতেই এই নতুন পরিষেবা চালু করেছে বুক মাই শো। জানা গিয়েছে, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ এই সিনেমাটি ৭৯৯ টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন দর্শকরা। আর ভাড়া নিলে খরচ ৪৯৯ টাকা। অন্যদিনে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ কিনতেও লাগবে ৭৯৯ টাকা। তবে এই সিনেমা ভাড়া নিয়ে দেখার সুযোগ নেই। স্ট্যান্ডার্ড এবং এইচডি, দু’ধরণের কোয়ালিটির ছবিই দেখা যাবে। সেক্ষেত্রে এইচডি কোয়ালিটির সিনেমার দাম স্ট্যান্ডার্ড ভারসনের ছবির তুলনায় কিছুটা বেশি।

বুক মাই শো-এর এই স্ট্রিমিং পরিষেবা মোবাইল অ্যাপের পাশাপাশি অ্যাপেল টিভি, অ্যানড্রয়েড টিভি, ফায়ার স্টিক এবং ক্রোমকাস্টেও দেখা যাবে। এছাড়া ইউজাররা সিনেমা ডাউনলোড করে পরে অফলাইনে দেখার সুবিধেও পাবেন। কোনও সিনেমা ভাড়ায় নিয়ে দেখতে চাইলে গ্রাহকদের ৩০ দিনের জন্য এই স্ট্রিমিং পরিষেবা নিতে হবে। আর সিনেমা দেখা শুরু করলে দু’দিনের মধ্যে সেটা শেষ করতে হবে। ওয়ার্ল্ড সিনেমার ক্ষেত্রে Sony Pictures, Warner Brothers এবং Universal Pictures— এদের সঙ্গে জুটি বেঁধেছে বুক মাই শো।