Electric Bill Reducing Tips: দিনভর AC চালালেও বিল আসবে অর্ধেক, বাড়িতে লাগিয়ে নিন সস্তার এই ডিভাইস
Bill saving Tips: এর সবথেকে বড় সুবিধা হল, এতে আপনার বাড়ির ইলেকট্রিক বিল অনেক কম আসবে। আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল প্রায় অর্ধেক হয়ে যাবে। যতই এসি, এয়ার কুলার আর ফ্যান চালান না কেন, ইলেকট্রিক বিল নিয়ে কোনও চিন্তা থাকবে না।
Tech Tips: গরমে এসি, এয়ার কুলার চালানোর সঙ্গে সঙ্গে প্রথমেই যে চিন্তাটা রাতের ঘুম কেড়ে নেয়, তা হল ইলেকট্রিক বিল। যত বেশি এসি চলবে, ততই বেশি ইলেকট্রিক বিল আসবে। কিন্তু এই গরমে এসি ছাড়া চলাও দায়। যাদের বাড়িতে এসি নেই, তারা সারাদিন ফ্যান চালিয়ে রাখছেন। ফলে মাসের শেষে আসছে একটা বিরাট বিল। তবে আপনি যদি সামান্য কিছু টাকা খরচ করে একটি ডিভাইস কেনেন, তাহলে আপনাকে আর ইলেকট্রিক বিল নিয়ে কোনও চিন্তা করতে হবে না। শুনেই অবাক হলেন তো? এমনই হবে। আপনাকে এমন একটি ডিভাইসের কথা জানানো হবে, যাতে এসি, এয়ার কুলার চলার পরেও আপনার সামান্য ইলেকট্রিক বিল আসবে।
ডিভাইসটির নাম হল ইলেকট্রিক সেভার ডিভাইস। এটি একটি ছোট ডিভাইস, যা আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। তার জন্য আপনাকে মাত্র 809 টাকা খরচ করতে হবে। এই ডিভাইসটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটিকে আলাদা করে ইনস্টল করার প্রয়োজন নেই। শুধু আপনার বাড়ির পাওয়ারের সঙ্গে সেটিকে কানেক্ট করতে হবে। আপনি আপনার বাড়ির পাওয়ার সোর্সে ডিভাইসটিতে ফিট করলেই আপনার কাজ শেষ। তারপর আপনার কিছু করার দরকার নেই। এই ডিভাইসটি অনলাইনে সহজেই পাওয়া যায় এবং প্রচুর সংখ্যক মানুষ এটি ইটিমধ্যেই ব্যবহার করছেন।
এর সবথেকে বড় সুবিধা হল, এতে আপনার বাড়ির ইলেকট্রিক বিল অনেক কম আসবে। আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল প্রায় অর্ধেক হয়ে যাবে। যতই এসি, এয়ার কুলার আর ফ্যান চালান না কেন, ইলেকট্রিক বিল নিয়ে কোনও চিন্তা থাকবে না। এমনকি এই ডিভাইসটিও খুব কম খরচেই কিনে ফেলতে পারবেন। এর আরও একটি সুবিধা হল, আপনি আপনি সহজেই এটিকে যেকোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি এমন কোনও জায়গায় থাকছেন, যেখানে প্রচুর এসি, কুলার, ফ্যান চলবে। এমনকি অনেক ইলেকট্রিক বিল আসার সম্ভাবনা রয়েছে। সেখানে আপনি চাইলেই নিয়ে গিয়ে সেই বাড়ির পাওয়ারের সঙ্গে কানেক্ট করে নিলেই আপনার কাজ শেষ।