9999 টাকায় 200MP ক্যামেরা দিয়ে ফোন বিক্রি করছে Motorola, ফ্রন্ট ক্যামেরাই নাকি 60MP

Motorola Edge 30 Ultra Price: Motorola ব্র্যান্ডের এই মোবাইল ফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44 হাজার 999 টাকা। তবে না, আপনাকে এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না।

9999 টাকায় 200MP ক্যামেরা দিয়ে ফোন বিক্রি করছে Motorola, ফ্রন্ট ক্যামেরাই নাকি 60MP
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2023 | 11:18 AM

Motorola Edge 30 Ultra Offers: প্রায়শই ই-কমার্স সাইটগুলিতে একের পর এক নতুন নতুন অফার দেওয়া হয় মোবাইল ফোনের উপর। তাই বর্তমানে বহু মানুষই অনসাইনে শপিং করতে পছন্দ করেন। বেশি দামের ফোনগুলি অনেক কমে কিনে ফেলা যায়। তার সঙ্গে থাকে অসাধারণ সব অফার। কোনও কোনও সেলে তো স্মার্টফোনের সঙ্গে ইয়ারবাড বা আরও অন্য কোনও ডিভাইস ফ্রি দেওয়া হয়। তেমনই একটি অফার দেওয়া হচ্ছে Flipksrt-এ। আপনি এখানে অনেক কম দামে Motorola Edge 30 Ultra ফোনটি পেয়ে যাবেন। ফোনটি সম্প্রতি বাজারে এসেছে। আর তারপরেই এই ফোনের উপর ছাড় দেওয়া হচ্ছে। আপনি 10,000 টাকার কম দামে Motorola ব্র্যান্ডের Edge 30 Ultra ফোন কেনার একটি দুর্দান্ত সুযোগ পেয়ে যাবেন। এই ফোনটির সবচেয়ে বিশেষ জিনিস হল এতে 200-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি 60-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনে আর কী কী অফার রয়েছে।

ভারতে Motorola Edge 30 Ultra-এর দাম:

Motorola ব্র্যান্ডের এই মোবাইল ফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 44 হাজার 999 টাকা। তবে না, আপনাকে এত বেশি টাকা দিয়ে কিনতে হবে না। আপনি যদি এই স্মার্টফোনটি 10 ​​হাজার টাকার কম দামে কিনতে চান তবে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে বিল পেমেন্টে 5% ক্যাশব্যাকের সুবিধা পাবেন। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 35,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে আপনার পুরনো ফোনের অবস্থা ভাল থাকতে হবে। আর একদম আপডেটেড মডেল হলে আপনি বেশি ছাড় পাবেন। এই অফারের পর Motorola Edge 30 Ultra কিনতে আপনার খরচ হবে মাত্র 9,999 টাকা।

Motorola Edge 30 Ultra-এর স্পেসিফিকেশন:

ফোনটিতে একটি 6.67-ইঞ্চি ফুল-এইচডি প্লাস (1080×2400 পিক্সেল) পোলড কার্ভড ডিসপ্লে রয়েছে। ভাল স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্ন্যাপড্রাগন 8+ প্রজন্মের প্রসেসর দেওয়া হয়েছে। একটি 4610 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 50 ওয়াট ওয়্যারলেস এবং 125 ওয়াট টার্বোপাওয়ার চার্জ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও, ফেস আনলক এবং থিঙ্কশিল্ড সুরক্ষা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমোসের সাপোর্ট পেয়ে যাবেন।