পাঁচটি গেমিং অ্যাপ যা একেবারেই ‘মেড ইন ইন্ডিয়া’, জানুন বিস্তারিত

বিদেশি ছাপ নেই। স্বাদে গন্ধে একেবারেই দেশি।

পাঁচটি গেমিং অ্যাপ যা একেবারেই 'মেড ইন ইন্ডিয়া', জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 5:37 PM

TV9 বাংলা ডিজিটাল: বিদেশি ছাপ নেই। স্বাদে গন্ধে একেবারেই দেশি (made in India)। অ্যাপ স্টোর থেকে ইতিমধ্যেই এক কোটিরও বেশি মানুষ ব্যবহার করছেন এই অ্যাপগুলি (gaming app)। এমনই পাঁচ দেশি গেমিং অ্যাপ সম্পর্কে যদি আপনি আগে না শুনে থাকেন তা হলে এখনই জেনে নিন বিস্তারিত…

রিও (Rheo) এই অ্যাপের মাধ্যমে লাইভ গেমিং ভিডিয়ো থেকে শুরু করে অনলাইনে গেমিং পার্টনারকে খেলার জন্য অনুরোধও করা যায়। মাঝেমধ্যেই নানা ধরনের টুর্নামেন্টেরও আয়োজন করা হয় এই অ্যাপের মাধ্যমে। ২০১৯ সালের অগস্ট মাসে সাক্ষম কেশরী এবং প্রকাশ কুমার নামক দুই ব্যক্তি এই অ্যাপের সূচনা করেন। ফ্রি ফায়ার, কল অব ডিউটি সহ নানা ধরনের গেম আপনি এই অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারেন।

টুয়েল্ভথ ম্যান (Twelfth Man) লঞ্চ হয়েছে এ বছরের এপ্রিলেই করোনাকালেই। করোনা এবং লকডাউন যেন এই অ্যাপের উপর আশীর্বাদ হয়ে নেমে এসেছে। গৃহবন্দি মানুষ ভার্চুয়ালি খুঁজে পেয়েছেন ফুটবল খেলার আনন্দ। আপনি যদি ফুটবল ভালবাসেন তবে এই অ্যাপ আপনার জন্য। এটি আদপে একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপ। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন, লিগ, ট্রিভিয়া, হেড টু হেড ডিএফএস খেলা যায় এই অ্যাপের মাধ্যমে। ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার সাবস্ক্রাইবার জুটিয়ে ফেলেছে অ্যাপটি। এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভারতীয় ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রী।

পেটিএম ফার্স্ট গেমস (Paytm First Games) নানা ধরনের মজার খেলার সম্ভার এই অ্যাপ। এর মধ্যে রয়েছে টিক ট্যাক টো, লুডো, জাম্পস ইত্যাদি। প্রায় ৩০০-রও বেশি গেম রয়েছে এই অ্যাপটিতে।

লোকো (Loco) হাবেভাবে ভারতীয় অথচ এই অ্যাপের মাধ্যমে আপনি খেলতে পারবেন ফিফা, ডোটা ২ সহ নানা ধরনের আকর্ষণীয় গেম। এ ছাড়াও শ্রেষ্ঠ গেমারদের ভিডিয়ো দেখতে পারবেন আপনি এই অ্যাপের মাধ্যমে।

রামি প্যাশন (Rummy Passion) এটি ভারতের সর্ববৃহৎ ২৪ ঘণ্টা রামি খেলার অ্যাপ। প্রায় দেড় লাখের মতো রেজিস্ট্রেশন করা হয়েছে এই অ্যাপে। যত দিন যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই অ্যাপটির জনপ্রিয়তা।