ভারতের এই সব রাজ্যে বন্ধ হতে চলেছে বিভিন্ন অনলাইন গেম, কেন?

প্রসঙ্গত দিন কয়েক আগেই অনলাইন বেটিংয়ে টাকা খুইয়ে আত্মঘাতী হন তামিলনাড়ুর এক যুবক।

ভারতের এই সব রাজ্যে বন্ধ হতে চলেছে বিভিন্ন অনলাইন গেম, কেন?
বেটিংয়ের ফাঁদে যুবসমাজ।
Follow Us:
| Updated on: Nov 24, 2020 | 10:33 AM

TV9 বাংলা ডিজিটাল: অনলাইন গেমের (online games) প্রতি যুব সমাজের প্রতিনিয়ত বেড়ে চলা আকর্ষণ কি গেম নিষিদ্ধ করে রোখা সম্ভব? কর্ণাটক সরকার (Karnataka) মনে করেন সম্ভব। আর সে কারণেই এ বার কর্ণাটকে আইন করে নিষিদ্ধ হতে চলেছে বিভিন্ন অনলাইন গেম। (Online Betting)

বিশেষত যে সমস্ত অনলাইন গেমকে কেন্দ্র করে বেটিং যোগ প্রকাশ্যে এসেছে সেই সমস্ত গেমিং ওয়েবসাইট গুলি এ বার কড়া হাতে বন্ধ করার প্রয়াস নিয়েছে ওই রাজ্যের সরকার। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই মুখ্যমন্ত্রী আয়োজিত পুলিশদের মেডেল প্রদানের অনুষ্ঠানে এসে এ প্রসঙ্গে বলেন, “অনলাইন গেমের ফাঁদে পড়ে যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। বেটিং চক্র সহ নানা অপরাধের সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বাবা-মায়েদের পক্ষ থেকে নানা অভিযোগ আমাদের কাছে এসেছে।”

Karnataka proposes law to ban online games

কর্ণাটকে আইন করে নিষিদ্ধ হতে চলেছে বিভিন্ন অনলাইন গেম

প্রসঙ্গত দিন কয়েক আগেই অনলাইন বেটিং্যে টাকা খুইয়ে আত্মঘাতী হন তামিলনাড়ুর এক যুবক। এর পরেও তামিলনাড়ু সরকারও রাজভবন থেকে এক বিবৃতির মাধ্যমে ঘোষণা করে অনলাইন বেটিংয়ে ধৃত ব্যক্তির পাঁচ হাজার টাকা জরিমানা হবে অথবা ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত জেলও হতে পারে।

এর আগে অনলাইন গেম নিষিদ্ধ হয়েছে অন্ধ্রপ্রদেশেও। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিও অনলাইন গেম বন্ধ করার জন্য যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছে। এ বার অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর পথেই হাঁটতে চলেছে কর্ণাটক।