বছর শেষে ফ্লিপকার্টের সেল, একগুচ্ছ স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়
ক্রেতাদের জন্য রয়েছে নো-কস্ট ইএমআই অপশনও।
বছর শেষে স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। একগুচ্ছ ফোনে দুরন্ত অফার দিচ্ছে এই অনলাইন শপিং রিটেল। তিনদিনের এই সেল শুরু হচ্ছে আজ অর্থাৎ মঙ্গলবার। চলবে আগামী বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর পর্যন্ত। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে এই ছাড়ের ক্ষেত্রে গাঁটছড়া বেঁধেছে ফ্লিপকার্ট। যাঁরা আইসিআইসিআই ব্যাঙ্কের সাহায্যে জিনিস কিনবেন তাঁরা ১০ শতাংশ ছাড় পাবেন। ক্রেতাদের জন্য রয়েছে নো-কস্ট ইএমআই অপশনও।
কী কী ফোনে ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট?
Poco x3- ৬ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজের ফোন পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। এই ফোন লঞ্চ হয়েছিল ১৬,৯৯৯ টাকায়। ৬ জিবি ১২৮ জিবি এবং ৮ জিবি ১২৮ জিবি ফোনের দাম যথাক্রমে ১৬,৯৯৯ টাকা (দাম ছিল ১৮,৪৯৯ টাকা) এবং ১৮,৯৯৯ টাকা (দাম ছিল ১৯,৯৯৯ টাকা)। Poco C3- এই স্মার্টফোন পাওয়া যাবে ৬৯৯৯ টাকায়। ৩ জিবি, ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনের দাম ছিল ৭৪৯৯ টাকা। এই একই ফোন ৪ জিবি, ৬৪ জিবি স্টোরেজের দাম ৭৯৯৯ (দাম ছিল ৮৯৯৯ টাকা)। Poco M2- এক হাজার টাকা দাম কমেছে এই ফোনের। ৬৪ জিবি এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্টের ফোনের দাম যথাক্রমে ৯৯৯৯টাকা এবং ১০,৯৯৯টাকা। Poco M2 pro- ৪ জিবি, ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মডেলের দাম ১২,৯৯৯ টাকা। ৬ জিবি, ৬৪ জিবি ভ্যারিয়েন্টের ফোনের দাম ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি, ১২৮ জিবি ভ্যারিয়েন্টের ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। Oppo A31- ৪ জিবি, ৬৪ জিবি স্টোরেজের এই ফোনের দাম ১০,৯৯০ টাকা। Oppo reno 2F- ফ্লিপকার্টের সেলে এই ফোনের দাম ১৬,৯৯০ টাকা। Moto g9- ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে এই ফোন। Motorola razr- এই ফোনের ডিসকাউন্ট দাম ৭৪,৯৯৯।
এছাড়া আইফোন এক্স-আর ফোনের দাম ৩৮,৯৯৯ টাকা। আইফোন এসই ফোনের দাম ৩২,৯৯৯ টাকা। আইফোন ১১ প্রো-র দাম ৭৯,৯০০ টাকা। স্যামসাং, ভিভো-সহ একাধিক ফোনে রয়েছে আকর্ষণীয় ছাড়।