BGMI নিষিদ্ধ, তবুও iOS প্লেয়াররা দিব্যি UC ক্রয় করছেন, দাবি ইউটিউবারের

BGMI গেমের UC কারেন্সি এখনও পারচেজ় করতে পারছেন iOS প্লেয়াররা। সম্প্রতি এমনই দাবি করেছেন এক ইউটিউবার। তিনি একটি ভিডিয়োও প্রকাশ করে বিষয়টি দেখিয়েছেন।

BGMI নিষিদ্ধ, তবুও iOS প্লেয়াররা দিব্যি UC ক্রয় করছেন, দাবি ইউটিউবারের
এখনও BGMI UC ক্রয় করতে পারছেন iOS ব্যবহারকারীরা। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 1:04 AM

BGMI UC Purchase: জুলাই মাসের শেষ দিকে ভারতে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটি ব্যান করা হয়। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেরই অ্যাপ স্টোর থেকে গেমটি তুলে নেওয়া হয়। তবে সম্প্রতি এক ইউটিউবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে, আইওএস ব্যবহারকারীরা তাঁদের ডিভাইস থেকে এখনও ইন-গেম UC কারেন্সি ক্রয় করতে পারছেন। জনপ্রিয় ইউটিউবার ক্রিয়েটিভ পবন সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। তারপর এই গেমটিকে ঘিরে আবারও নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াকে ব্যান করা হয়নি?

ক্রিয়েটিভ পবন দেখিয়েছেন যে, তিনি এখনও তাঁর আইওএস ডিভাইস থেকে BGMI UC কিনতে পারছেন। তার জন্য দরকার হচ্ছে একটি একটি অ্যাপল আইডি-র। প্রথমেই তিনি ইউপিআই থেকে তাঁর অ্যাপল আইডিতে 2,000 টাকা রিচার্জ করান। তারপর সেই ফান্ড ব্যবহার করে ইন-গেম স্টোর থেকে 699 টাকার ইউসি প্যাক ক্রয় করেন। তবে এই গ্লিচটি ক্রিয়েটিভ পবনের জন্য কাজ করলেও অন্যান্য গেমারদের এটি ক্রয় করা উচিত নয়। কারণ, ভারতে বিজিএমআই ব্যান করা হয়েছে।

2021 সালে ভারতে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া লঞ্চ করা হয়। পাবজি মোবাইল ব্যান করার পরেই হাজির হল তার ভারতীয় ভার্সন বিজিএমআই। চিনের সঙ্গে লিঙ্ক থাকার অভিযোগে পাবজি মোবাইল নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। এদিকে লঞ্চ হওয়ার এক বছরের মধ্যেই ভারতে যখন বিজিএমআই ব্যান করা হল, তখন অভিযোগ উঠল গোপনে চিনের সার্ভারে ভারতীয়দের গোপনীয় তথ্য প্রেরণ করার অভিযোগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই দুটি গেম ছাড়াও ভারতে এই একই কারণে গরিনা ফ্রি ফায়ার গেমটিও ব্যান করা হয়। তবে বিজিএমআই এবং পাবজি দুটো সংস্থাই দক্ষিণ কোরিয়ার ক্রাফটনের। যদিও পাবজি মোবাইলের ডিস্ট্রিবিউশন সংক্রান্ত দায়িত্বটি ছিল টেনসেন্ট নামক একটি সংস্থার কাছে, যারা চিনের। ভারত থেকে ব্যান হওয়ার পর চিনের টেনসেন্ট গেমসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ক্রাফটন।