Netflix New Game: জনপ্রিয় ‘হেডস আপ’ গেমের নিজস্ব ভার্সন নিয়ে এল নেটফ্লিক্স
Netflix Latest Game: জনপ্রিয় ওয়ার্ড গেসিং গেম Heads Up-এর একটি নিজস্ব ভার্সন নিয়ে এল নেটফ্লিক্স। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির বিভিন্ন নামজাদা ওরিজিনালসের উপরে ভিত্তি করে তৈরি হচ্ছে ওয়ার্ড গেসিং গেমের বিভিন্ন ক্যাটেগরি।
Netflix Heads Up: জনপ্রিয় ওয়ার্ড গেসিং গেম ‘হেডস আপ’-এর একটি এক্সক্লুসিভ ভার্সন লঞ্চ করল নেটফ্লিক্স। ইলেন ডিজিটাল ভেঞ্চার্সের সঙ্গে জুটি বেঁধে এই পপুলার ওয়ার্ড গেসিং গেমটির একটি নিজস্ব ভার্সন নিয়ে এল স্ট্রিমিং প্ল্যাটফর্মটা। প্রসঙ্গত, বিশিষ্ট টক শো হোস্ট ইলেন ডিজেনার্স এবং ওয়ার্নার ব্রোজ়ের মধ্যে একটি একটি জয়েন্ট ভেঞ্চার হল ইলেন ডিজিটাল ভেঞ্চার্স।
নেটফ্লিক্স হেডস আপ শীর্ষক গেমটি 28টি নতুন কার্ড ডেক ফিচার করতে চলেছে, যা ক্রাইম এবং রমকম মিলিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মটিরই স্ট্রেঞ্জার থিংস, স্কুইড গেমস, শ্যাডো অ্যান্ড বোন, ব্রিজারটোন এবং সেলিং সানসেটের মতো ওরিজিনাল সিরিজ়গুলির উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে।
হেডস আপ এমনই একটি গেম, যেখানে ভার্চুয়াল কার্ডের (অন্য প্লেয়ারের কপালে থাকে) উপরে থাকা ওয়ার্ড গেস করতে হয় প্লেয়ারদের। এক মিনিটের টাইমার সেট করা থাকে, তার মধ্যেই গেসিংয়ের কাজটি সম্পন্ন করতে হয় প্লেয়ারদের।
গেমটি খেলতে একজন যে কোনও ক্যাটেগরি বেছে নিতে পারেন এবং নিজেদের ডিভাইসটি মাথায় ধরে রাখবেন, যাতে অপর প্রান্তের ব্যক্তি তাঁর মোবাইল স্ক্রিনটি দেখতে পারেন। তখন অপর প্রান্তের আর একজন তিনি অন্যজনের বন্ধু বা পরিবারের যে কেউ হতে পারেন, সেই ক্যাটেগরির এলোমেলো করে রাখা শব্দটি সঠিক ভাবে সাজাবেন।
প্রথম 2013 সালে এই গেমটি নিয়ে আসা হয়েছিল। তারপর সেটি প্রতিনিয়ত ‘দ্য ইলেন ডিজেনার্স শো’-তে দেখানো হত, যা খুব সম্প্রতি শেষও হয়ে গিয়েছে।
এদিকে নেটফ্লিক্স হেডস আপ গেমটি স্ট্রিমিং প্ল্যাটফর্মটির 221 মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছেই পৌঁছে যাবে। অ্যান্ড্রয়েড বা আইওএস সমস্ত প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই নিজেদের ডিভাইস থেকে বিশ্বের যে কোনও প্রান্তে বসে গেমটি খেলতে পারবেন। মোট 15টি ভাষা উপলব্ধ থাকছে এই গেমে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ়, কোরিয়ান, পর্তুগিজ় (ব্রাজ়িল) এবং থাই।
এছাড়াও একজন তাঁর ম্যাচের রেকডিংও ইনস্টা, হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এখন এই নতুন হেডস আপ গেমের মধ্যে দিয়ে নেটফ্লিক্সের কাছে মোট 27টি মোবাইল গেম চলে এল। চলতি বছরের শেষ দিকে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নিজেদের ঝুলিতে 50টি গেম রাখার টার্গেট নিয়েছে।