PUBG Mobile Lite: পাবজি মোবাইল লাইট চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু, পুরস্কারমূল্য 5,00,000 টাকা

এই প্রথম পাবজি মোবাইল লাইট প্লেয়ারদের জন্য কোনও টুর্নামেন্ট ঘোষিত হল, যার প্রাইজ় পুল 5,00,000 টাকা। রেজিস্ট্রেশন এর মধ্যে শুরু হয়ে 30 অগস্ট পর্যন্ত চলবে। আপনি যদি রেজিস্টার করতে চান, তাহলে ক্লিক করুন এই লিঙ্কে।

PUBG Mobile Lite: পাবজি মোবাইল লাইট চ্যাম্পিয়নশিপের রেজিস্ট্রেশন শুরু, পুরস্কারমূল্য 5,00,000 টাকা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 12:02 AM

পাবজি মোবাইল লাইট ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ টুর্নামেন্টের আয়োজন করেছে ক্রাফটন। সেই টুর্নামেন্টের রেজিস্ট্রেশনও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই প্রথম পাবজি মোবাইল লাইট প্লেয়ারদের জন্য কোনও টুর্নামেন্ট ঘোষিত হল, যার প্রাইজ় পুল 5,00,000 টাকা। রেজিস্ট্রেশন এর মধ্যে শুরু হয়ে 30 অগস্ট পর্যন্ত চলবে। আপনি যদি রেজিস্টার করতে চান, তাহলে ক্লিক করুন এই লিঙ্কে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই শুরু হয়ে যাবে ইন-গেম কোয়ালিফায়ার রাউন্ড, যা চলবে 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরই শুরু হবে অনলাইন প্লেঅফ, যা 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শেষমেশ পাবজি মোবাইল লাইট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলবে 19 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর এই দুই দিন।

1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত ইন-গেম কোয়ালিফায়ার রাউন্ডে রেজিস্টার্ড দলগুলি মোট 10টি ক্লাসিক মোডের ম্যাচ খেলবে। তাদের মধ্যে আটটি ম্যাচের সেরার সেরা স্কোর গণ্য করা হবে এবং সেখান থেকে মোট 44টি দল পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে।

এখন যদি কোনও ম্যাচ টাই হয়, তাহলে কিল, সারভাইভাল টাইম এবং অ্যাকিউরেসি এই সব প্যারামিটারগুলি ধরা হবে। কোনও দল যদি আটটি ম্যাচে প্রতিযোগিতায় ব্যর্থ হয়, তাহলে তাদের স্কোর অ্যাডজাস্ট করা হবে, যা নির্ধারণ করবেন পাবজি মোবাইল লাইট চ্যাম্পিয়নশিপের কর্মকর্তারা।

তার পরের রাউন্ডে অনলাইন কোয়ালিফায়ার হিসেবে 44টি দল আরও অন্য 16টি আমন্ত্রিত দলের সঙ্গে খেলবে। অর্থাৎ তখন প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণ করবে মোট 60টি দল। প্রতিটি দলকে চারটি বিভাগে ভাগ করা হবে এবং প্রতিটি দল মোট পাঁচটি ম্যাচ খেলবে।

প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দলকে বেছে নেওয়া হবে তাদের ক্রমবর্ধমান স্কোরের হিসেবে। তারপর 12টি দল পৌঁছে যাবে পাবজি মোবাইল লাইট চ্যাম্পিয়নশিপ 2020-তে। শেষমেশ ফাইনালে 12টি দল ও তাদের সঙ্গে আরও তিনটি দল (যাদের বেছে নেওয়া হবে সর্বাধিক কিলসের পরিমাণ অনুযায়ী) দুই দিন ধরে মোট 10টি ম্যাচ খেলবে। এদের মধ্যে একটি দলকে বেছে নেওয়া হবে বিজয়ী হিসেবে, যার স্কোর সর্বাধিক।