Samsung Oyssey Ark: ওডিসি আর্ক গেমিং মনিটর নিয়ে এল স্যামসাং, 2.38 লাখ টাকা দামে ঠিক কী পাবেন?
Samsung Oyssey Ark GN97B: স্যামসাং একটি নতুন গেমিং মনিটর লঞ্চ করল। আর তার যে কী বিরাট সাইজ়, তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় আড়াই লাখ টাকা দামের এই মনিটর কিনলে আপনি কী কী সুবিধা পাবেন, একবার দেখে নিন।
Samsung Gaming Monitor: স্যামসাং তার ওডিসি গেমিং মনিটর লাইনআপে একটি নতুন মডেল যোগ করল। লেটেস্ট গেমিং মনিটরটির নাম Odyssey Ark GN97NB। একটি কার্ভড্ স্ক্রিন দেওয়া হয়েছে এতে, যার রিফ্রেশ রেট 165Hz এবং রেজ়োলিউশন 4K। এই নতুন মনিটরের দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
স্যামসাং ওডিসি আর্ক: দাম
স্যামসাং ওডিসি আর্ক গেমিং মনিটরটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে নিয়ে আসা হয়েছে। সেখানে মডেলটির দাম রাখা হয়েছে 3,000 মার্কিন ডলার বা 2,38,000 টাকা। এই গেমিং মনিটরটি স্যামসাং স্মার্টথিংস এবং অ্যামাজ়ন অ্যালেক্সা সাপোর্ট করে। ক্রেতারা এর সঙ্গে পেয়ে যাবেন প্রি-লোডেড স্যামসাং গেমিং হাব, যা এক্সবক্স থেকে শুরু করে জিফোর্স নাও এবং গুগল স্ট্যাডিয়া সাপোর্ট করবে।
স্যামসাং ওডিসি আর্ক: ফিচার ও স্পেসিফিকেশন
55 ইঞ্চির এই গেমিং মনিটরে 4K ডিসপ্লে রয়েছে ও তার সঙ্গে 1000R কার্ভেচার দেওয়া হয়েছে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং এতে 1,056 লোকাল ডিমিং পয়েন্ট রয়েছে, যে ক্রেডিটটা নিয়ে নেবে মিনি LED প্রযুক্তি ও তার সঙ্গে 14-বিট প্রসেসিং। এই ডিসপ্লে 165Hz রিফ্রেশ রেট এবং 1ms গ্রে টু গ্রে রেসপন্স টাইম দিতে সক্ষম। ডিসপ্লেটির কন্ট্রাস্ট রেশিও 1000000:1 এবং ব্ল্যাক লেভেল 16,384। পাশাপাশি এতে ‘কোয়ান্টাম HDR 20000’ প্রযুক্তি দেওয়া হয়েছে, যা 2,000 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারবে।
স্যামসাংয়ের এই ওডিসি আর্ক GN97B গেমিং মনিটরে ফ্লেক্স মুভ স্ক্রিন ফিচার দেওয়া হয়েছে, যা ইউজারদের 21:9 থেকে 32:9-এর মধ্যে অ্যাসপেক্ট রেশিও মডিফাই করে 16:9 করতে দেবে। পাশাপাশি ইমেজ় সাইজ়ও 55 ইঞ্চি এবং 27 ইঞ্চির মধ্যে রাখতে দেবে। এছাড়াও এটিকে বর্ডারলেস মাল্টি-স্ক্রিন সেটআপে ব্যবহার করা যাবে।
বিল্ট-ইন স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে এই মনিটরে, যাতে চারটি স্পিকার রয়েছে। প্রতিটি কর্নারে একটি করে রয়েছে ও তার সঙ্গে দুটি উফারও দেওয়া হয়েছে, যা 45Hz ফ্রিকোয়েন্সি রেসপেন্সে 60W পাওয়ার প্রোডিউস করতে পারে।